Hardcover, Usharanjan Bhattacharya, Literature, Essay
গত এক দশক ধরে উত্তর-পূর্ব ভারতের জনপদে, শৈলাবাসে রবীন্দ্র মহাজীবনের সচল বর্ণময় উপস্থিতি-বিষয়ে অজস্র তথ্য। সংগ্রহ করেছেন অধ্যাপক উষারঞ্জন ভট্টাচার্য। সেগুলিকে কেন্দ্র করে তিনি লিখেছেন একাধিক রচনা। প্রাথমিক সূত্র ধরে কবিজীবনের পূর্ণতা সাধক তথ্য সংগ্রহ এবং তথ্য সমন্বয়ের এই নান্দনিক প্রয়াস একালের রবীন্দ্র-গবেষণার ক্ষেত্রে নিঃসন্দেহে উজ্জ্বল যোজনা। অনুসরণযোগ্য পথরেখার অস্তিত্ব নেই যেখানে, সেখানে বলতে গেলে একক অভিযাত্রীর মতোই লেখকের এ গ্রন্থের প্রবন্ধগুলি বিষয়গৌরবেই শুধু নয়, আস্বাদে ও বিশিষ্ট। রবীন্দ্রনাথ ভিন্নমাত্রায় আবিষ্কৃত হয়েছেন, যেন মহাকবির নতুনতর অভ্যুদয় ঘটেছে ‘নব নব পূর্বাচলে, আলোকে আলোকে’।
Usharanjan Bhattacharya
উষারঞ্জন ভট্টাচার্য-র জন্ম ১৯৪৬। উমেশচন্দ্র ভট্টাচার্য ও শৈবলিনী দেবীর কনিষ্ঠ পুত্র। দীর্ঘকাল গৌহাটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বাংলা বিভাগের প্রধান ছিলেন। ছিলেন আর্টস ফ্যাকালটির ডিন। রবীন্দ্রচর্চা ও অনুবাদকর্মে সদা-নিয়োজিত। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন টেগোর রিসার্চ ইনস্টিটিউট-প্রদত্ত দেবজ্যোতি দত্ত মজুমদার স্মৃতি পুরস্কার (১৯৯৯), সাহিত্য-সেতু পুরস্কার (২০০২) এবং বরাক-উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের অচ্যুৎচরণ তত্ত্বনিধি সম্মান (২০০৫)। জ্ঞানপীঠজয়ী অসমিয়া উপন্যাস বীরেন্দ্রকুমার ভট্টাচার্যের ‘মৃত্যুঞ্জয়’ অনুবাদসূত্রে তিনি পেয়েছেন সাহিত্য অকাদেমি অনুবাদ পুরস্কার (২০০২)। মহীশূরের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস (সিআইআইএল) তাকে দিয়েছে ভাষা-ভারতী সম্মান (২০০৭)।
Usharanjan Bhattacharya
Publisher : Ananda Publishers
Author : Usharanjan Bhattacharya
Language : Bengali
Binding : Hardcover
Pages : 240
ISBN : 9789350400647
উষারঞ্জন ভট্টাচার্য-র জন্ম ১৯৪৬। উমেশচন্দ্র ভট্টাচার্য ও শৈবলিনী দেবীর কনিষ্ঠ পুত্র। দীর্ঘকাল গৌহাটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বাংলা বিভাগের প্রধান ছিলেন। ছিলেন আর্টস ফ্যাকালটির ডিন। রবীন্দ্রচর্চা ও অনুবাদকর্মে সদা-নিয়োজিত। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন টেগোর রিসার্চ ইনস্টিটিউট-প্রদত্ত দেবজ্যোতি দত্ত মজুমদার স্মৃতি পুরস্কার (১৯৯৯), সাহিত্য-সেতু পুরস্কার (২০০২) এবং বরাক-উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের অচ্যুৎচরণ তত্ত্বনিধি সম্মান (২০০৫)। জ্ঞানপীঠজয়ী অসমিয়া উপন্যাস বীরেন্দ্রকুমার ভট্টাচার্যের ‘মৃত্যুঞ্জয়’ অনুবাদসূত্রে তিনি পেয়েছেন সাহিত্য অকাদেমি অনুবাদ পুরস্কার (২০০২)। মহীশূরের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস (সিআইআইএল) তাকে দিয়েছে ভাষা-ভারতী সম্মান (২০০৭)।