আবহমানকাল সময়স্রোতে এগিয়ে চলা ক্রমবিবর্তন জগতে নানা বিষয়ে, বহুলাংশে বৈচিত্র্য আনে… একই বিষয় বা বস্তু মানুষের ভাব ও ভাবনায় বহুধারায় ছায়৷ ভাব, ভাবনাও বিবিধ কল্পনা–জালের সংস্পর্শে বিবিধ রং ও রসে জারিত হয়ে প্রকাশের পথ পায়৷ কথা, গাথা এমনকি একই কাজ ব্যক্তিবিশেষে স্বতন্ত্র পথে এগোয়৷ এই স্বাতন্ত্রবোধ চেতনের সর্বাধিক আকর্ষণীয়৷
এই আকর্ষণেই, লেখনীর সাথে সাধ্যাতীত নিমগ্ণ থাকা, যার কাব্যিক নাম ‘নব নব এষণায়’…
Others