প্রবাদপ্রতিম এই শিল্পীর ১২৫ জন্মবর্ষে (২০০৭ সালে) 'বিষয় কার্টুন' তাঁর স্মরণে যে বিশেষ সংখ্যাটি প্রকাশ করেছিল, সেই বিরল সংখ্যাটির পরিমার্জিত ও পরিবর্ধিত সংস্করণ প্রকাশিত হল 'বুকফার্ম' থেকে। আগ্রহী পাঠকদের বিপুল চাহিদার কথা মাথায় রেখে বেশ কিছু অতিরিক্ত লেখা ও ছবি সংযোজিত করা হয়েছে এই সংখ্যাটিতে।
সূচিপত্রে সংখ্যাটিকে ২টি বিভাগে ভাগ করা হয়েছে -
১) 'বিষয় : যতীন্দ্রকুমার সেন' - এই অংশে শিল্পীর স্মৃতিচারণ ও মূল্যায়ন করা হয়েছে। এই তালিকাতে রয়েছেন বিশিষ্ট কথাসাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়, রবীন্দ্রযুগের বিশিষ্ট কবি ও সাহিত্যসাধক শৈলেন্দ্রকৃষ্ণ লাহা, "ভারতবর্ষ" পত্রিকার সম্পাদক ও বাংলা ভ্রমণ সাহিত্যের আদি লেখক জলধর সেন.... প্ৰমুখ। এছাড়াও সম্পাদক বিশ্বদেব গঙ্গোপাধ্যায়ের ২টি অসাধারণ সুদীর্ঘ রচনা রয়েছে গ্রন্থে। এই বিভাগে স্থান পেয়েছে রাজশেখর বসুর দৌহিত্রী আশা দেবীর একমাত্র পুত্র দীপঙ্কর বসুর অন্তরঙ্গ আলাপচারিতা। যা পাঠ করলে যতীন্দ্রকুমার সেন এবং রাজশেখর বসুর অনেক অকথিত কাহিনী জানতে পারা যায়।
২) 'রচনা : যতীন্দ্রকুমার সেন' - এই অংশে তাঁর কিছু নির্বাচিত রচনা সংকলিত হয়েছে।যার মধ্যে ২টি নিবন্ধ, ৪টি রসরচনা, ১টি গল্প, ১টি কবিতা এবং ২টি আত্মকথা অন্তর্ভুক্ত করা হয়েছে।
উপরিক্ত প্রতিটি লেখা এবং রচনাই এই গ্রন্থের অমূল্য সম্পদ। এছাড়াও তাঁর আঁকা অসংখ্য দুর্লভ ছবি, যা সেই সময়কালের বিভিন্ন পত্রপত্রিকা, বিজ্ঞাপন চিত্র, সংবাদপত্র, পুস্তক প্রচ্ছদ প্রমুখ বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে এক মলাটে বন্দি করা হয়েছে। শিল্পী যতীন্দ্রকুমার সেনকে চিনতে হলে,তার কর্মকান্ডের বিস্তৃত ভুবনের সাথে পরিচিত হতে গেলে এই পত্রিকা পাঠ অত্যন্ত জরুরি। এই গ্রন্থ যেকোন শিল্পরসিক তথা আগ্রহী পাঠকদের কাছে এক অবশ্য সংগ্রহযোগ্য পত্রিকা।
Others
Publisher : Book Farm
Language : Bengali
Binding : Hardbound
Editorial : Biswadeb Gangopadhyay
Publishing Year : 2017