‘বইখানা দাঁড়িয়ে আছে আপন সত্যের জোরে’-পথের পাঁচালী সম্পর্কে এ কথা লিখেছিলেন রবীন্দ্রনাথ। যা ছিল বিভূতিভূষণের নির্জন এককের গান, নানা প্রতিবন্ধকতা পেরিয়ে তাকেই সেলুলয়েড-এর ক্যানভাসে চিরস্মরণীয় করে রেখেছেন সংঘবদ্ধ সত্যজিৎ, রূপে-রসে-গুণে আঞ্চলিক হয়েও যে ছবি সর্বজনীন, মানবিকতার অখণ্ড দলিলে সর্বার্থে আন্তর্জাতিক। কিছু ভ্রমণতীর্থের মতোই যে উপন্যাসের কাছে, যে চলচিত্রের কাছে বারংবার ক্লান্তিহীন পরিব্রাজনে যাওয়া যায়, আর-একবার সেই মাধুকরীরই সন্ধান দিয়েছেন লেখক-প্রতি তুলনায় নয়, বরং কেমন করে একটি হয়ে উঠেছে অপরটির পরিপূরক, তারই অন্বেষায় লেখা ও ছবির পুনর্পাঠে।