Hardcover, Mohammad Badar-Ud-Dauza, Travelogue
প্রধানত ‘হেজাজ’-এর উদ্দেশ্যে বের হলেও মোহাম্মদ বদরুদ্দোজার এ ভ্রমণ-বৃত্তান্ত আসলে প্রায় গোটা আরব দুনিয়ার। তাতে সিরিয়া, ইজিপ্ট, ইরাক আছে, আছে ফিলিস্তিনের জেরুসালেম, হাইফা, গাজ়া। ১৯১৩-য় অবিভক্ত ভারতের, অধুনা বাংলাদেশের, কক্সেসবাজার-নিবাসী এই ‘দীনাতিদীন’ ভ্রামণিকের না ছিল বিদেশ-ভ্রমণের কোনও অভিজ্ঞতা, না লেখালিখির। নিজের বিশ্বাস, বিবেচনা এবং বিস্ময়, সবকটিকেই তিনি বিন্দুমাত্র খাদ না মিশিয়ে স্বভাষী পাঠকের কাছে উপস্থাপিত করেছেন। তঁার কাছে প্রায় রূপকথার এই সফরনামা শুধু খুঁটিনাটিকে নজর করা আর ওই নিখাদ কথার গুণেই প্রবল রসসিঞ্চিত হয়ে উঠেছে। এদেশের একজন আম-মুসাফিরের চোখে মধ্য প্রাচ্যের যাত্রাপথ, যাত্রামাধ্যম, শহর, বাজারের অনুপুঙ্খ এবং মুসলমান, ইহুদি, খ্রিস্টান মানুষজনের মিশেলে এই আখ্যান একদা ভ্রমণে গ্রন্থমালায় এক আহ্লাদিত সংযোজন হয়ে থাকল।
গ্রন্থমালা সম্পাদক দময়ন্তী দাশগুপ্ত।
Others
Language: Bengali
Binding: Hardcover
ISBN: 9789394205130
Pages: 168
Genre: Travel & Tourism, Essays
Publishers: Pratikshan