Hardcover, Syed Tousif Ahmed, A Collection of Contemporary Stories
যে গল্পরা সূর্যাস্তের আড়ালে গা-ঢাকা দেয়, আলোর রোশনাইয়ে তাদের ডাক দেওয়া যায় না মর্জিমাফিক। আলো-অন্ধকারের স্পর্শকাতর সীমানা ছুঁয়ে তাদের বাস। ছায়া-উপচ্ছায়ার পাশঘেঁষটা বোবা প্রান্তরে কান খাড়া করলে আজও শোনা যায় তাদের সমবেত অট্টরব। সংবেদনশীল সেই অঞ্চল থেকে নাজুক প্রত্নতত্ত্বের মতো আলগোছে উঠিয়ে আনা হয়েছে সেরকমই কিছু নমুনা। নকশি কাঁথায় লাগাতার ফোঁড় দিতেই তৈরি হয়েছে অজানা চরিত্রদের এক-একটা আদল। কিছুটা স্মৃতি আর কিছুটা স্বপ্নের সমঝোতায় তৈরি হওয়া ‘খোয়াব বন্দিশ’-এর গল্পরা উঠে এসেছে হারানো সময়ের জঠর থেকে। সান্ধ্যকালীন প্রেক্ষাপটে ওরা জ্বলে উঠছে নক্ষত্রমণ্ডলের এক মনগড়া রেখায়। তারাখসা আর লুব্ধকের দোসর হয়ে।
Others
Language: Bengali
Binding: Hardcover
Genre: Contemporary Fiction, Story
Publishers: The Cafe Table