আন্দামান বলতে একদিকে অপার সৌন্দর্যের হাতছানি, অন্যদিকে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে সেলুলার জেলের ভয়াবহ স্মৃতি৷ সেই সময়ের সেলুলার জেল মানেই নৃশংসতা, শিরদাঁডা বেয়ে নেমে যাওয়া ঠান্ডা স্রোত৷ তার বিপরীতে বিপ্লবী রাজবন্দিদের অবিরাম লডাই৷ ১৯০৮ সাল থেকে শুরু করে ১৯৩৮ সাল পর্যন্ত তিন দফায় ব্রিটিশ সেলুলার জেলের ভয়াবহতা, জেলে বিপ্লবীদের প্রতিবাদ৷ অবশেষে মুক্তি ছিনিয়ে নেওয়া৷ সে এক শ্বাসরুদ্ধকারী ইতিহাস৷ এই সেলুলার জেলে ঠাঁই পাওয়া বেশিরভাগ বাঙালি বিপ্লবীদের সঙ্গে আজও অঙ্গাঙ্গীভাবে জডিত বাঙালির আবেগ৷ তথ্যনিষ্ঠ সেই সেলুলার জেলের কাহিনি ‘কালাপানি’ আন্দামান৷
Others