ক্রোশ ক্রোশ অনুযোগ
যোজন যোজন অভিমান
আকাশ পাতাল অনুভব
আর একটুখানি অনুরাগের নাম--- 'তুমি'।
জীবনের চড়াই-উতরাই ভাঙার পথে, পাশে হাঁটে অতলস্পর্শী বিপজ্জনক খাদ। সন্তর্পণে এড়িয়ে চলার চেষ্টায় এই খাদের কুহক ডাক। তবু সে ডাক শোনায়।অবিরাম আমাদের বিপন্নতায়। সেই খাদের বুকে একলা সাঁকো--- দোলে। দুলতেই থাকে। খাদের অন্তর্বর্তী শূন্যতায় দুলতে থাকা সেই একলা সাঁকো বিপন্নতার গল্প শোনায়, বিপন্নতা থেকে বেরিয়ে আসার গল্প শোনায়, আশার আলো জাগায়। পার্থ দেবের কবিতার বই--- 'সাঁকোটা দুলছে'। তাঁর কলমে উঠে এসেছে প্রেম, বিরহ, নারীযন্ত্রণা। তাঁর কলম অসহিষ্ণু হয়েছে ব্যথার ভাষায়।
শুধু একটিবার ছোঁব বলে
উথাল পাথার যুদ্ধে যাওয়া,
আবেগ ছুঁয়ে দিব্যি দিয়ে
একচুমুকে চুমু'র বরফ গলিয়ে দেওয়া।
Category : Poem & Poetry
Author : Partha Deb
Publisher : The Cafe Table
Binding Type : Paper Back