Hardcover, Boria Majumdar, Sports Trivia, Essay, Essay
ঈশ্বর একাদশ ও শতকোটি ভারতীয় ভারতীয় ক্রিকেট দলের প্রতিটি সফরের গভীরে প্রবেশ করেছে—পাঠককে যেমন অতীতে সেই ১৯৩২-এ ভারত যেবার প্রথম টেস্ট খেলেছিল সেখানে নিয়ে গেছে আবার তেমনই সাম্প্রতিককালের আইপিএল-এর গল্পও শুনিয়েছে—খেলাটার বিবর্তন ও পরিণত হয়ে ওঠার জটিল অনুপুঙ্খ চিত্র তুলে ধরেছে। একইভাবে, জনসমক্ষে এতদিন কখনাে আসেনি এমনসব তথ্য নিয়ে হাজির এই বই—মাংকিগেট, ললিত মােদির সাসপেনশন, গড়াপেটা আর ক্রিকেট প্রশাসনে বিচার বিভাগীয় হস্তক্ষেপের মতাে বিষয়গুলাের ক্ষেত্রে পর্দার পেছনের কাহিনি ফাঁস হয়েছে এই বইয়ের পাতায়। এ কেবল সংবাদ প্রতিবেদন নয়, তথ্যভিত্তিক বিশ্লেষণও নয়, এ হল ভারতে খেলাটার অজানা অনালােচিত নানা বিষয়ের। আলােচনা—খেলােয়াড়দের স্মৃতিচারণা, ব্যক্তিগত সাক্ষাৎকার, ছবি আর চিঠিপত্রের অনুষঙ্গে। এমনসব উপাদানের বুননে রচিত ঈশ্বর একাদশ ও শতকোটি ভারতীয়’ অদম্য কিছু প্রশ্ন জাগিয়ে সেগুলাের উত্তর দাবি করছে। যেমন, মাঠে ভারতীয় দলের খেলায় কি অভ্যন্তরীণ খেয়ােখেয়ির কোনাে প্রভাব পড়েছে? গড়াপেটা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য গােপন করে আমাদের কয়েকজন ক্রিকেট-আইকন কি দেশ এবং খেলাটার সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেননি? যদি গােটা ব্যবস্থাটায় স্বচ্ছতা আর দায়বদ্ধতা থাকে তবে বিসিসিআই-এর মাথায় কে বসলেন তাতে কি একজন সাধারণ ক্রিকেট অনুরাগীর আদৌ কিছু যায় আসে? পরিশেষে, ঔপনিবেশিক পর্বে এবং স্বাধীনতা-উত্তর পর্বে ক্রিকেটের ভূমিকার কথা বলতে গিয়ে, যাঁরা খেলাটার পৃষ্ঠপােষক, উদ্যোক্তা, খেলােয়াড় ও দর্শকদের পারস্পরিক সম্পর্কের কথা প্রকাশ করতে গিয়ে, ঈশ্বর একাদশ ও শতকোটি ভারতীয় প্রকাশ করেছে বিশ্বক্রিকেটের অর্থভাণ্ডার বলে বিবেচিত যে জাতি, তারই আখ্যান।
Boria Majumdar
Publisher : Deep Prakashan
Author : Boria Majumdar
Language : Bengali
Binding : Hardcover
Pages : 344
ISBN : 9788193746103