Ghoti Doshok
ঘটিরাম গুপ্ত, দ্য রাইটার। বাঙালি পাঠকদের একটা বড় অংশ তাঁকে চিনে গিয়েছেন ইতোমধ্যে। তা প্রায় দেড় দশকের ওপর হল, তাঁর প্রথম আবির্ভাবটি ঘটেছিল ছোটদের কাগজে। তখন তিনি স্ট্রাগলার। বিখ্যাত হতে চাইছেন প্রাণপণে, প্রথিতযশা লেখকদের জনপ্রিয়তা দেখে বেদম ঈর্ষান্বিত হচ্ছেন, নানা কায়দা-কসরত করে পৌঁছতে চাইছেন পাদপ্রদীপের ঠিক কেন্দ্রটিতে। তাঁর প্রতিভার ঠিকঠাক কদর হচ্ছে না, তাই মরিয়া হয়ে সমঝদার লোকজন খুঁজে বেড়াচ্ছেন, নানা বিড়ম্বনারও মুখেও পড়ছেন এদিক-সেদিক।
Sourav Mukhopadhyay
সৌরভ মুখোপাধ্যায়-এর জন্ম ২৪ এপ্রিল ১৯৭৩, হুগলির মাতুলালয়ে। হাওড়া জেলার উত্তর ঝাঁপড়দহ গ্রামে আশৈশব বসবাস। তেরো বছর বয়সে পিতৃবিয়োগ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরাজি ভাষা ও সাহিত্যে সাম্মানিক স্নাতক। প্রথমে রাজ্য সরকারের চাকরি করতেন। তারপর, একাধিক কর্মস্থল পালটে, বর্তমানে হাওড়ার একটি স্কুলে শিক্ষকতায় নি যুক্ত। অনেক অগ্ৰণী পত্রপত্রিকাতেই নিয়মিত গল্প লিখেছেন। লিখতে ভালবাসেন ছোটদের জন্যেও। ‘দেশ’-সহ একাধিক পত্রিকা-আয়োজিত গল্প-প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন।
Sourav Mukhopadhyay
সৌরভ মুখোপাধ্যায়-এর জন্ম ২৪ এপ্রিল ১৯৭৩, হুগলির মাতুলালয়ে। হাওড়া জেলার উত্তর ঝাঁপড়দহ গ্রামে আশৈশব বসবাস। তেরো বছর বয়সে পিতৃবিয়োগ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরাজি ভাষা ও সাহিত্যে সাম্মানিক স্নাতক। প্রথমে রাজ্য সরকারের চাকরি করতেন। তারপর, একাধিক কর্মস্থল পালটে, বর্তমানে হাওড়ার একটি স্কুলে শিক্ষকতায় নি যুক্ত। অনেক অগ্ৰণী পত্রপত্রিকাতেই নিয়মিত গল্প লিখেছেন। লিখতে ভালবাসেন ছোটদের জন্যেও। ‘দেশ’-সহ একাধিক পত্রিকা-আয়োজিত গল্প-প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন।