Hardcover, Sourav Mukhopadhyay, Juvenile, Novel
ভয়াল-ভয়ঙ্কর লোমহর্ষ দিয়ে নয়, অলীক আকাশ কুসুম দিয়ে নয়--- সৌরভ মুখোপাধ্যায় তার খুদে পাঠকদের চুম্বকটান দেন অন্য উপাদানে।
কি উপাদান?- একেবারে হাতের-নাগালে থাকা সাধারণ মানুষের সুখ-দুঃখ, আশা-নিরাশা, হার-জিত। ছোট পড়ুয়াদের সামনে ফুটে ওঠে সত্যিকারের রক্ত-ঘাম-অশ্রু সমেত আকাঁড়া জীবন। তারা বলে ওঠে-- ইশ, এমন মানুষদের তো আমরা চিনি, এ-বাস্তব তো আমাদের চারপাশে থোকা থোকা ফুটে আছে, এই সব হাসি-কান্না তো আমাদের ছুয়েই রয়েছে অষ্টপ্রহর। ছাপা পাতা থেকে অজান্তেই নানান্ একাত্ম অনুভব আর সোজাসাপ্টা মুল্যবোধ চুঁইয়ে নেমে মিশে কচি পড়ুয়াদের মনের ভেতর।
শুধুই কি কচি পড়ুয়াদের? উহু! বড়রাও যে কাড়াকাড়ি করে পড়েন সৌরভ মুখোপাধ্যায়ের কিশোর-কাহিনী! তাদেরও চোখ ভিজে যায়, মুঠো শক্ত হয়, ঠোটে অপূর্ব হাসি ফোটে অজ্ঞাতেই
'রূপকথার জন্মদিন' তেমনই এক আশ্চর্য উপন্যাস। এক খুদে মেয়ের নাছোড় লড়াই। যেমন মমস্পর্শী এর গল্প কথা, তেমনই অতুলনীয় এর ভাষা, তেমনই অলৌকিক এর অনুভবমুল্য।
বাজি রেখে বলা যায়, এ-বই পড়ার আগে আপনি যে মানুষ ছিলেন, পড়া শেষ করে উঠে ঠিক সে-মানুষ আর আপনি থাকবেন না।
অং্যাতে
Sourav Mukhopadhyay
সৌরভ মুখোপাধ্যায়-এর জন্ম ২৪ এপ্রিল ১৯৭৩, হুগলির মাতুলালয়ে। হাওড়া জেলার উত্তর ঝাঁপড়দহ গ্রামে আশৈশব বসবাস। তেরো বছর বয়সে পিতৃবিয়োগ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরাজি ভাষা ও সাহিত্যে সাম্মানিক স্নাতক। প্রথমে রাজ্য সরকারের চাকরি করতেন। তারপর, একাধিক কর্মস্থল পালটে, বর্তমানে হাওড়ার একটি স্কুলে শিক্ষকতায় নি যুক্ত। অনেক অগ্ৰণী পত্রপত্রিকাতেই নিয়মিত গল্প লিখেছেন। লিখতে ভালবাসেন ছোটদের জন্যেও। ‘দেশ’-সহ একাধিক পত্রিকা-আয়োজিত গল্প-প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন।
Sourav Mukhopadhyay
Category : Novel, Juvenile
Author : Sourav Mukhopadhyay
Publisher : The Cafe Table
Binding Type : Hard Cover
সৌরভ মুখোপাধ্যায়-এর জন্ম ২৪ এপ্রিল ১৯৭৩, হুগলির মাতুলালয়ে। হাওড়া জেলার উত্তর ঝাঁপড়দহ গ্রামে আশৈশব বসবাস। তেরো বছর বয়সে পিতৃবিয়োগ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরাজি ভাষা ও সাহিত্যে সাম্মানিক স্নাতক। প্রথমে রাজ্য সরকারের চাকরি করতেন। তারপর, একাধিক কর্মস্থল পালটে, বর্তমানে হাওড়ার একটি স্কুলে শিক্ষকতায় নি যুক্ত। অনেক অগ্ৰণী পত্রপত্রিকাতেই নিয়মিত গল্প লিখেছেন। লিখতে ভালবাসেন ছোটদের জন্যেও। ‘দেশ’-সহ একাধিক পত্রিকা-আয়োজিত গল্প-প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন।