Hardcover : Spirituality
এই বই দেবী সরস্বতীর কল্পনার উদ্ভব ও বিকাশ এবং শিল্পে, ধার্মিক অনুষ্ঠানে ও সামাজিক জীবনের প্রয়োজনে বাংলা ভাষায় রচিত সর্বপ্রথম গবেষণালব্ধ আখর। বৈদিক যুগে সরস্বতী নদীর তীর যখন আর্যগণের নিবাস ছিল তখন কীভাবে নদীরূপা দেবী সরস্বতীর উদ্ভব হল, কীভাবে বাগদেবীর সঙ্গে অভিন্ন হয়ে গেলেন, বেদ-সংহিতায় সরস্বতীর কল্পনাই বা কীরূপ ছিল প্রভৃতি নানা বিষয়ের অবতারণা হয়েছে এই গ্রন্থে। প্রসঙ্গক্রমে উঠে এসেছে পৌরাণিক তান্ত্রিক, মহাযান বৌদ্ধ, জৈন দেবতত্ত্বের ও দেবার্চনার নানা কথা। এমনই সব নানা গূঢ় তথ্যে ভরা ’সরস্বতী’ পাঠককে এক অজানার হদিশ দেবে।
Amulyacharan Vidyabhushan