Hardcover, Dhirendranath Biswas, Science, Children's Science Trivia
আকাশের রহস্য কূলকিনারাহীন। আকাশের অন্তরেই জন্ম নিয়েছে মানবসভ্যতার যমজ সন্তান— ধর্ম এবং মহাকাশবিজ্ঞান। জ্যোতির্বিজ্ঞানের প্রাচীন চিন্তা ও চর্চাধারা কৃষিভিত্তিক প্রাচীন সভ্যতার গুরুত্বপূর্ণ উপাদান। মহাকাশ-বিজ্ঞানের প্রাচীন চিন্তাধারা থেকে পশ্চিম ইউরোপে কখন, কীভাবে জ্যোতির্বিজ্ঞানের এবং প্রকৃতিবিজ্ঞানের আধুনিক চিন্তা ও চর্চাধারার বিকাশ ঘটে, তারই চমৎকার আলোচনা আছে ধীরেন্দ্রনাথ বিশ্বাসের ‘আধুনিক বিজ্ঞানের জন্মকথা : মহাকাশবিজ্ঞান থেকে আধুনিক বিজ্ঞানচিন্তা’ গ্রন্থে। মধ্যযুগের পর নবচেতনায় জাগ্রত পশ্চিম ইউরোপে বিজ্ঞানের আধুনিক চিন্তা ও চর্চার গোড়াপত্তনের কথা, আধুনিক বিজ্ঞানের আদিপর্বের আবিষ্কার ও আবিষ্কারকগণ প্রভৃতি বিষয় পর্বে পর্বে এই গ্রন্থে আলোচিত। বিজ্ঞান-মনস্কতা সৃষ্টির উদ্দেশ্যে নিঃসন্দেহে একটি প্রয়োজনীয় প্রয়াস।
ধীরেন্দ্রনাথ বিশ্বাস-এর জন্ম অবিভক্ত বাংলার নদীয়া জেলার মেহেরপুর থানার শ্যামপুর গ্রামে। পিতা ঁরাধাগোবিন্দ বিশ্বাস, মাতা ঁসুবরণ বিশ্বাস। কৃতিত্বের সঙ্গেই উত্তীর্ণ হয়েছেন ছাত্রজীবনের প্রতিটি পরীক্ষায়। রসায়ন বিজ্ঞান নিয়ে প্রেসিডেন্সি কলেজে স্নাতকোত্তর স্তরে অধ্যয়ন করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন এমএসসি ডিগ্রি (১৯৬১)। গবেষণা-বৃত্তি নিয়ে খড়গপুর আইআইটি-তে গবেষণা। গবেষণা অসম্পূর্ণ রেখে কৃষ্ণনগর রাষ্ট্রীয় মহাবিদ্যালয়ে শিক্ষকতা। ১৯৭৪-এ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি লাভ। পরবর্তীতে শিক্ষকতা করেছেন কোচবিহার আচার্য ব্রজেন্দ্রনাথ শীল কলেজ, কলকাতার প্রেসিডেন্সি কলেজ, চুঁচুড়ার হুগলি মহসীন কলেজে। প্রেসিডেন্সিতে অধ্যাপনাকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিশুদ্ধ রসায়ন বিভাগে সাম্মানিক শিক্ষক হিসেবে নিযুক্ত হন। তাঁর একাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকা এবং ভারতীয় বিজ্ঞান পত্রিকায়।১৯৯৮-এ অবসরগ্রহণ। বর্তমানে কৃষ্ণনগরের বাসিন্দা।
Others
Publisher : Ananda Publishers
Author : Dhirendranath Biswas
Language : Bengali
Binding : Hardcover
Pages : 152
ISBN : 9789350401972