Hardcover, Krishna Basu, History & Politics, Essay
জীবন যে উপন্যাসের থেকেও কৌতূহলকর, নেতাজী-পরিবারের অন্যতমা হয়ে-ওঠা কৃষ্ণা বসুর এই স্মৃতিকথনটি তারই নতুনতর এক দৃষ্টান্ত। কয়েকটি খণ্ড-খণ্ড স্মৃতিচিত্রের মধ্য দিয়ে এ গ্রন্থে লেখিকা তুলে ধরেছেন আমাদের দেশের কুড়ি, ত্রিশ ও চল্লিশ দশকের চলমান সমাজচিত্রের অতি-কৌতূহলকর কিছু অংশ, যে চিত্রের পরিসমাপ্তি ১৯৪৭ সালের দেশবিভাগ ও স্বাধীনতা-প্রাপ্তির উত্তাল মুহূর্তে। গুরুত্বের নিরিখে এই বইতে বিধৃত সময়সীমা বিশেষভাবে উল্লেখযোগ্য। ঐতিহাসিক নানা ঘটনা-পরম্পরার মধ্যে রয়েছে যুদ্ধবিগ্রহ, মন্বন্তর, দাঙ্গা, দেশভাগ, স্বাধীনতা। সাধারণ এক বাঙালি মেয়ের চোখে-দেখা সেই অসাধারণ সময়ের প্রাণস্পন্দনই যেন ফুটে উঠেছে এ বইয়ের ছত্রে ছত্রে। এ বইতেই লেখিকা এক জায়গায় মন্তব্য করেছেন যে, ঘটনার আবর্তে জড়িয়ে পড়লে অনেক সময় সমস্ত কিছু স্বচ্ছভাবে দেখতে পাওয়া যায় না। কিন্তু এ বই প্রমাণ করল, একান্তেই অনেক কিছু দেখেছিলেন তিনি। ঘটনাচক্রের বাইরে দাঁড়িয়েও। সেই অমূল্য সঞ্চয়ই এই গ্রন্থে উজাড় করে দিলেন লেখিকা।
Krishna Basu
কৃষ্ণা বসু ছিলেন এক বহুমুখী প্রতিভা, বাংলা ও ভারতের জনজীবনে এক উজ্জ্বল ব্যক্তিত্ব। জন্ম ২৬ ডিসেম্বর ১৯৩০, ঢাকায়। পিতা চারুচন্দ্র চৌধুরী ছিলেন সুপণ্ডিত, মাতা ছায়াদেবীচৌধুরাণী। ডিসেম্বর ১৯৫৫ থেকে বিশিষ্ট স্বাধীনতা-সংগ্রামী ও প্রখ্যাত শিশু-চিকিৎসক শিশির কুমার বসুর সহধর্মিণী কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর হওয়ার পর চল্লিশ বছর কলকাতার সিটি কলেজ (সাউথ)-এ অধ্যাপনা করেন,আট বছর কলেজের অধ্যক্ষাও ছিলেন পরবর্তী কালে যাদবপুর কেন্দ্র থেকে তিনবার লোকসভায় নির্বাচিত হন। সাংসদ কৃষ্ণা বসু বাংলার রাজনীতিতে হয়ে ওঠেন জনপ্রিয়, ভারতের রাজনীতিতে সর্বজনশ্রদ্ধেয়। ১৯৯৯ থেকে ২০০৪ পর্যন্ত পার্লামেন্টের পররাষ্ট্র-বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ার পার্সন ছিলেন।
শিশির বসুর সঙ্গে বিবাহের কয়েক বছরের মধ্যেই কৃষ্ণা কলকাতার নেতাজি ভবনে প্রতিষ্ঠিত নেতাজি রিসার্চ ব্যুরোর কর্মযজ্ঞে নিয়োজিত হন। ২০০০ সালের ৩০ সেপ্টেম্বর শিশির বসুর প্রয়াণের পর থেকে আমৃত্যু কৃষ্ণা বসু নেতাজি রিসার্চ ব্যুরোর চেয়ারপার্সন ছিলেন। আর ছিলেন কলকাতার শিশু হাসপাতাল ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথ-এর প্রেসিডেন্ট, শিশির যে হাসপাতালের ডিরেক্টর ছিলেন। সুগত বসু ও সুমন্ত্র বসু তাঁর কৃতী পুত্র।
প্রয়াণ ২২ ফেব্রুয়ারি ২০২০, কলকাতায়।
Krishna Basu
Language: Bengali
Binding: Hardcover
ISBN: 9788172153571
Pages:
Genre: History & Politics, Essay
Publishers: Ananda Publishing
কৃষ্ণা বসু ছিলেন এক বহুমুখী প্রতিভা, বাংলা ও ভারতের জনজীবনে এক উজ্জ্বল ব্যক্তিত্ব। জন্ম ২৬ ডিসেম্বর ১৯৩০, ঢাকায়। পিতা চারুচন্দ্র চৌধুরী ছিলেন সুপণ্ডিত, মাতা ছায়াদেবীচৌধুরাণী। ডিসেম্বর ১৯৫৫ থেকে বিশিষ্ট স্বাধীনতা-সংগ্রামী ও প্রখ্যাত শিশু-চিকিৎসক শিশির কুমার বসুর সহধর্মিণী কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর হওয়ার পর চল্লিশ বছর কলকাতার সিটি কলেজ (সাউথ)-এ অধ্যাপনা করেন,আট বছর কলেজের অধ্যক্ষাও ছিলেন পরবর্তী কালে যাদবপুর কেন্দ্র থেকে তিনবার লোকসভায় নির্বাচিত হন। সাংসদ কৃষ্ণা বসু বাংলার রাজনীতিতে হয়ে ওঠেন জনপ্রিয়, ভারতের রাজনীতিতে সর্বজনশ্রদ্ধেয়। ১৯৯৯ থেকে ২০০৪ পর্যন্ত পার্লামেন্টের পররাষ্ট্র-বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ার পার্সন ছিলেন।
শিশির বসুর সঙ্গে বিবাহের কয়েক বছরের মধ্যেই কৃষ্ণা কলকাতার নেতাজি ভবনে প্রতিষ্ঠিত নেতাজি রিসার্চ ব্যুরোর কর্মযজ্ঞে নিয়োজিত হন। ২০০০ সালের ৩০ সেপ্টেম্বর শিশির বসুর প্রয়াণের পর থেকে আমৃত্যু কৃষ্ণা বসু নেতাজি রিসার্চ ব্যুরোর চেয়ারপার্সন ছিলেন। আর ছিলেন কলকাতার শিশু হাসপাতাল ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথ-এর প্রেসিডেন্ট, শিশির যে হাসপাতালের ডিরেক্টর ছিলেন। সুগত বসু ও সুমন্ত্র বসু তাঁর কৃতী পুত্র।
প্রয়াণ ২২ ফেব্রুয়ারি ২০২০, কলকাতায়।
Rabijibani Vol. 6
Hardcover, Prashanta Kumar Pal, Rabindranath's Biography
Rabijibani Vol. 7
Hardcover, Prashanta Kumar Pal, Rabindranath's Biography