Hardcover, Tilak Purakayastha, Essay, History, Places
কলকাতা মহানগরীর ইতিহাস নিয়ে বহু লেখা রয়েছে, অনেকেই সেসব ইতিহাস কিছুটা হলেও জানেন। আমার এই লেখা কিন্তু বেশিটাই অজানা কথামালা নিয়ে। ইতিহাস নয় কলকাতার সামাজিক ইতিহাস রচনাই এই লেখাটির মূল উদ্দেশ্য। আমাদের ইতিহাসের পাতায় মোগল, পাঠান, ইংরেজ থাকে, স্থানীয় ইতিহাস বা সামাজিক ইতিহাসচর্চা থাকে না। আরও দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, ফরমায়েশি ইতিহাস বই এবং রাজনীতি আমাদের চার্লস টেগার্টের নাম মনে রাখতে শেখায়, কিন্তু চার্লস স্টুয়ার্টের নাম শেখায় না।
জব চার্নকের কলকাতা আগমন সম্মন্ধে আমরা ওয়াকিবহাল অথচ ইংরেজদের আগমনের বহু আগে এদেশে আগত আর্মেনিয়ান সম্প্রদায় এবং রেজাবিবির সমাধির খোঁজ রাখি না। ৮০-র দশক অবধি যে-কোনো বাঙালিই গর্ব বোধ করতেন কলকাতা শহর নিয়ে, বঙ্গ সংস্কৃতির আবহমান ঐতিহ্য নিয়ে। কিন্তু হঠাৎ করে কী হয়ে গেল, বিশ্বায়নের দাপটে আমরা হারিয়ে ফেললাম আমাদের চিরকালীন সংস্কৃতি ও মূল্যবোধ। বাঙালি জাতিসত্তাকে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা হয়ে গেলাম এক আন্তর্জাতিক হাঁসজারু প্রজাতি। বাঙালির হুঁকো বা পান খাওয়া, পালকির গল্প সব এখন এক একটি ভুলে যাওয়া দিনের পিরিয়ড পিস। বিশ্বায়ন অবশ্যই দরকার, কিন্তু কখনই তার জন্য নিজের শিকড়কে ভুলে যাওয়া কাম্য হতে পারে না।
কোনো পাণ্ডিত্য দেখানো নয়, ‘পথ চলে গল্প বলে’র ছলে লেখকের এই ক্ষুদ্র প্রচেষ্টা, যাতে কলকাতার সেকাল-একাল দর্শনের সঙ্গে সঙ্গে ভুলে যাওয়া বাংলার ইতিহাস ও সংস্কৃতির একটি মেলবন্ধন করা
Tilak Purakayastha
Language: Bengali
Binding: Hardcover
ISBN: 9789354937910
Genre: Modern History & Politics, Society, Culture & Folk Culture, Places, Essays
Publishers: Kolikhata
Cover: Sudip Chakraborty