একজন মেয়ে, বালিকা, রমণী, মহিলা--- আসলে কেউই একজন হয়না। তাদের মাথার উপর একজন পুরুষ ছাতা লাগে--- বাবা রূপী, স্বামী রূপী, ছেলে রূপী। সর্বোপরি মাথার ওপর সমাজ নামক একজন অভিভাবক তো আছেই। আর এভাবেই তারা বস্তু হয়েই থেকে যায়। যুগ যুগ ধরে সে শুধুই যৌনবস্তু। সেখান থেকে বেরিয়ে এসে পিঠটান করে, মাথা উঁচু করে বাঁচতে চাইলে সে হবে নিয়ম না মানা বেয়াদপ। চোখের দিকে সোজা তাকিয়ে কথা বললে আমাদের সমাজ বলবে বেহায়াপনা। কিন্তু এভাবে আর কতদিন? পিতৃতান্ত্রিক জাঁতাকলের সমাপ্তি কোথায়?
নারী জীবনের কিল খেয়ে কিল হজম করার গল্প তো অনেক হলো। এবারে সেই গল্প বলার সময় হয়েছে যেখানে নারী তার নিজের ভাগ্য নিজে জয় করবে।
এই বইয়ের প্রত্যেকটি ছোটগল্পে প্রত্যেকটি নারী চরিত্র সমাজের আলাদা আলাদা জায়গা থেকে উঠে এসেছে। দেশ-কালের বাইরে সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে আসা নানা বয়সের নারীর গল্প। কিন্তু তাদের লড়াইটা এক। তারা নিজেরাই রচনা করেছে এক স্বতন্ত্র আকাশ, যেখানে তাদের অবাধ সহজ বিচরণ।
Author : Shaon
Publisher : The Cafe Table
Binding Type : Paper Back