Hardcover, Rupak Saha, Sports Trivia, Essay
মুখ গুলো সব অস্পষ্ট হয়ে যাচ্ছে। ময়দানের সেই অদ্ভূত মানুষ গুলোর। ফুটবলের জন্য তাঁরা কি না করতেন!
একজন কে মনে আছে, ইস্ট বেঙ্গল লিগ চ্যাম্পিয়ন হলে প্রতিবার শেষ ম্যাচে তিনি খালি গায়ে বিশাল একটা অজগর সাপ জড়িয়ে আসতেন। সাপটা তিনি পুষতেন, না কি ভাড়া করে আনতেন, কোনও দিন জানার চেষ্টা করিনি। আরেক জন, ম্যাচ হয়ে যাওয়ার পর বাড়িতে খিচুড়ি রান্না আর ইলিশ মাছ ভাজার অর্ডার দিতেন। শিয়ালদহ থেকে সেই খাবার আসার পর তখনও গ্যালারিতে যতো জন থাকতেন, সবাইকে খাওয়াতেন। চিনুন বা না চিনুন।
ময়দানে চেনা মানুষকেও অনেক সময়ে অচেনা লাগত। স্কুলের এক বন্ধু অমল ছিল মোহন বাগান সমর্থক। টিফিনের সময় প্রায় তাকে গলা ফাটাতে দেখতাম। সাংবাদিকতার পেশায় ঢোকার পর ম্যাচ কভার করে একদিন প্রেস বক্স থেকে নামছি। দেখি, অমল আমাকে লক্ষ্য করে গালিগালাজ করছে। নিচে নেমে বুঝলাম , আমার অপরাধ, কেন আগের ম্যাচ রিপোর্টে মোহন বাগান টিমের খুব নিন্দে করেছিলাম। খুব হিংস্র লাগছিল ওর চোখ মুখ। দুএক বছর পর এই অমল যুব ভারতী স্টেডিয়ামে নিজে থেকেই আমাকে জড়িয়ে ধরে ছিল। কারণ, বাঙালদের না কি আমি খুব টাইট দিয়েছি।
জানি না, অমল এখন এটিকের সমর্থক, না শুধুই মোহন বাগানের। কিন্তু ওদের মতো চরিত্র গুলো সত্যিই মিস করি। প্রায় চার দশক ফুটবল রিপোর্টিং করার সুবাদে ময়দানে অসংখ্য চরিত্র দেখেছি। সবুজ গ্যালারিতে একবার ম্যানড্রেক্স কে দেখে ছিলাম। ড্রাগ নিয়ে যে খেলা দেখতে ঢুকত। তার কাজই ছিল গ্যালারিকে তাতানো। টিম গোল না পাওয়া পর্যন্ত। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খেলা দেখা সহজ না কি? অতএব হয় গাঁজা খাও, নয়তো ড্রাগস নাও। ফুটন্ত সবুজ গ্যালারিতে বসে ম্যানড্রেক্স এর কার্যকলাপ দেখার সময়ে আমার সারা শরীর হিম হয়ে গেছিল।
এই সব চরিত্র গুলো এখনো আমাকে তাড়া করে। Desmond Morris বলে একজন ব্রিটিশ লেখক the soccer tribe বলে একটা বই লিখে গেছেন। পড়ে বুঝেছি, সত্যিই ফুটবলের সঙ্গে যারা জড়িত, প্লেয়ার, কর্মকর্তা, কোচ, সমর্থক, মালি, এজেন্ট, সবাই মিলে তারা একটা আলাদা tribe। এদের নিয়ে চমৎকার গল্প লেখা যায়। আমার সামনে আরো একজন উদাহরন ছিলেন Brian Glanville. তাঁর লেখা বই football men পড়ে আমি বেশি করে উদ্দীপ্ত হই।
- রূপক সাহা
Rupak Saha
Publisher : Deep Prakashan
Author : Rupak Saha
Language : Bengali
Binding : Hardcover
Pages :
ISBN : 9789391168988