Hardcover, Rajat Pal, Ancient History, Essays
আড়াই হাজার বছর বা তার আগের বাংলার ইতিহাস বলতে রাঢ় অঞ্চল ও উত্তরবঙ্গের ইতিহাসকে বোঝায়। কারণ, গাঙ্গেয় ব-দ্বীপ অঞ্চল তখন জলাভূমি ও দ্বীপময় কিছু অঞ্চল। গঙ্গারিডি বলতে তাই কেবল সেই ব-দ্বীপকে বোঝায় না। আলেকজান্ডারের বাহিনীকে আটকাতে প্রাসিই ও গঙ্গারিডির বিশাল বাহিনীর যে বর্ণনা আমরা গ্রিক ও রোমান লেখকদের লেখায় পাই, সেই গঙ্গারিডিকে চিহ্নিতকরণের পাশাপাশি আমরা উত্তরবঙ্গের প্রাচীন ইতিহাস নিয়ে আলোচনা করেছি এই গ্রন্থে। সেইসঙ্গে এসেছে ‘সান্ড্রাকোট্টাস’-কে চিহ্নিতকরণের কাজও। সেলুকাসের আমলে কে ছিলেন উত্তর ভারতের সম্রাট? তিনি কি চন্দ্রগুপ্ত মৌর্য? না কি তাঁর বংশধর?
গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্তের প্রাথমিক রাজ্য ছিল উত্তরবঙ্গে। পালসাম্রাজ্যের সূচনাও হয়েছিল উত্তরবঙ্গে। কামরূপের এক বৃহৎ অংশ ছিল উত্তরবঙ্গের ইতিহাসের সাথে জড়িয়ে। উত্তরবঙ্গের বহু প্রাচীন প্রত্নক্ষেত্র সহ সামগ্রিক ইতিহাসকে তুলে ধরা হয়েছে এই গ্রন্থে। মহাস্থানগড়, বাণগড়, পাহাড়পুর, গোসানিমারি এমনকি ব্রিটিশ যুগের দেবী চৌধুরাণীর কথাও এসেছে এখানে..
Rajat Pal
Language: Bengali
Binding: Hardcover
Pages: 208
Genre: Places, Essays, Ancient History
Publishers: Srijan Publishers