Hardcover, A P J Abdul Kalam, Essay, Translated Non-fiction
একটি রাষ্ট্র কোন গুণে মহান? শুধুই কি অর্থনৈতিক উন্নতি আর সামরিক ক্ষমতার বলে, না কি অন্য আরও কিছু গুণে? আমাদের যাবতীয় পরিকল্পনা, লগ্নি ও প্রকল্পগুলি আমাদের রাষ্ট্রকে যে লক্ষ্যে পৌঁছে দিতে চায়, সেই লক্ষ্যে রাষ্ট্র হিসেবে পৌঁছনোর রাস্তার শেষ মাইলটি পেরোতে সাহায্য করবে কোন সে জিনিস? অচিরেই ভারত অর্থনৈতিকভাবে উন্নত রাষ্ট্র হিসেবে চিহ্নিত হবে। কিন্তু কঠিন সময়কে যুঝে বেঁচে থাকার পাঠও নিতে হয় রাষ্ট্রকে। তাই একটি জাতীয় চরিত্রের নির্মাণ আবশ্যিক, যা জন্ম নিতে পারে আমাদের পারিবারিক মূল্যবোধ, স্কুলের শিক্ষা, আর দেশের সংস্কৃতি থেকে। ‘উত্তরণ’ গ্রন্থে এ পি জে আবদুল কালাম ২০২০ সালের মধ্যে ভারতের অর্থনৈতিক উন্নয়নের বিষয় থেকে নজর ঘুরিয়ে লক্ষ্য করেছেন আমাদের নিজস্ব শক্তির উন্নয়ন এবং কিছু গুরুত্বপূর্ণ পাঠ দিয়েছেন যা ভারতকে সাহায্য করবে পরিবর্তনের ঝাপটাকে সহ্য করতে। একটি রাষ্ট্র কীসে মহান হয় তা তিনি শনাক্ত করেছেন এবং অন্যদেশের সঙ্গে ভারতের জীবনযাত্রার মানের তুলনা করেছেন। তাঁর বিভিন্ন ভ্রমণ এবং মানুষের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা থেকে রসদ নিয়েছেন তিনি। বিভিন্ন ক্ষেত্রের মানুষজনের জন্য রচনা করেছেন শপথ, যা প্রত্যেকের জীবনকে করে তুলবে সমৃদ্ধ। ২০১৫ সালে তাঁর প্রয়াণের কিছু আগেই শেষ করেছেন এই বই। এই লেখায় ভারতের অন্যতম জনপ্রিয় শ্রেষ্ঠ আইকন দেখিয়েছেন কীভাবে উত্তরণের দিশায় নেতৃত্ব দেবে আমাদের রাষ্ট্র।
A P J Abdul Kalam
ভারতের একাদশতম রাষ্ট্রপতি আবুল পাকির জইনুল আবেদিন আবদুল কালাম ১৯৩১ সালে তামিলনাড়ুর রামেশ্বরমে জন্মগ্রহণ করেন ও মাদ্রাজ ইন্সটিটিউট অফ টেকনোলজিতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেন। প্রখ্যাত বিজ্ঞানী হিসেবে তিনি ৫০০ জন বিশেষজ্ঞের সহায়তায় ভারতবর্ষকে উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য পথপ্রদর্শক হিসেবে টেকনোলজি ভিশন ২০২০-এ পৌঁছতে দেশকে নেতৃত্ব দেন। একজন বর্ষীয়ান রাষ্ট্রনায়ক হিসেবে তিনি সর্বজনশ্রদ্ধেয় ছিলেন। ভারতবর্ষকে ২০২০-র মধ্যে এক উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে ড. কালামের দৃষ্টি স্থির ছিল এবং এর জন্য তাঁকে আইআইটি, আইআইএমগুলিতে শিক্ষকতার দায়িত্বপালন, অধিবেশনগুলিতে অভিভাষণ প্রদান, ছাত্রছাত্রীদের সঙ্গে মেলামেশার জন্য দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করতে হত। প্রয়াণ: ২৭ জুলাই ২০১৫।
A P J Abdul Kalam
Publisher : Ananda Publishers
Author : A P J Abdul Kalam
Language : Bengali
Binding : Hardcover
Pages : 152
ISBN : 9789350409343
ভারতের একাদশতম রাষ্ট্রপতি আবুল পাকির জইনুল আবেদিন আবদুল কালাম ১৯৩১ সালে তামিলনাড়ুর রামেশ্বরমে জন্মগ্রহণ করেন ও মাদ্রাজ ইন্সটিটিউট অফ টেকনোলজিতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেন। প্রখ্যাত বিজ্ঞানী হিসেবে তিনি ৫০০ জন বিশেষজ্ঞের সহায়তায় ভারতবর্ষকে উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য পথপ্রদর্শক হিসেবে টেকনোলজি ভিশন ২০২০-এ পৌঁছতে দেশকে নেতৃত্ব দেন। একজন বর্ষীয়ান রাষ্ট্রনায়ক হিসেবে তিনি সর্বজনশ্রদ্ধেয় ছিলেন। ভারতবর্ষকে ২০২০-র মধ্যে এক উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে ড. কালামের দৃষ্টি স্থির ছিল এবং এর জন্য তাঁকে আইআইটি, আইআইএমগুলিতে শিক্ষকতার দায়িত্বপালন, অধিবেশনগুলিতে অভিভাষণ প্রদান, ছাত্রছাত্রীদের সঙ্গে মেলামেশার জন্য দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করতে হত। প্রয়াণ: ২৭ জুলাই ২০১৫।