Paperback, Anil Gharai, Contemporary Fiction, Anthology, Stories, Short Stories
নতুন প্রজন্মের তরুণ কথাকার অনিল ঘড়াইয়ের ‘আকাশ-মাটির খেলা’ নিছক গল্পগ্রন্থ নয়, বিষয়বৈচিত্র্যে ভরপুর বিহারের সিংভূম থেকে নদীয়ার কালীগঞ্জ তথা সমগ্র ভারতবর্ষের ডকুমেন্টেশন। এক মহাপৃথিবীর ছবি। অন্ত্যজ জীবনের নির্ভরযোগ্য দলিল, শিল্পিত সৃষ্টি। সিংভূমের অখ্যাত সারেঙ্গি শিল্পী সুদামা কুঙ্কল, নিবিড় অরণ্যচারী সোমরা-গুরুবারি, যাযাবর বিন্দিয়া কিংবা বেলমুণ্ডি মদভাটির মালকিন কুমকুম মুখীর জীবনের কাহিনী বাংলা গল্পে তেমনভাবে আজও উঠে আসেনি। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খেটে খাওয়া হাড়-জিরজিরে মানুষের যে-মিছিল আমাদের চোখে পড়ে না, এই গ্রন্থে বিধৃত তাদেরই গল্প, তাদেরই জীবনের চালচিত্র। সেইসব বিচিত্র জীবিকার, নামহীন মানুষজনের নিশ্বাস-প্রশ্বাস, জটিল প্রবৃত্তি আর ব্যথাতুর বুকের ক্রোধাগ্নি দিয়ে নির্মিত হয়েছে প্রতিটি গল্পের অবয়ব। ‘অরণ্যের জীবন’, ‘শ্মশান খেলা’, ‘জলবিছানা’, ‘বালিয়াড়ি’, ‘পথের ফুল, পথের কাঁটা’ প্রভৃতি গল্পে বিস্তার লাভ করেছে প্রকৃতির ভূগোল, আবিষ্কৃত হয়েছে মানুষের প্রকৃতি। দ্রুতগামী, অর্থবহ এবং কখনও কখনও কাব্যধর্মী গদ্যে লেখা প্রতিটি গল্পের নির্মাণ নিখুঁত। গল্পগুলির অনন্যতা এখানেও।
ANIL GHARAI
অনিল ঘড়াই-এর জন্ম ১ নভেম্বর, ১৯৫৭, মেদিনীপুর জেলার রুক্মিনীপুর গ্রামে। শৈশব-কৈশোর এবং যৌবনের অনেকটা সময় অতিবাহিত হয়েছে নদিয়ার কালীগঞ্জে। পেশায় দক্ষিণ-পূর্ব রেলওয়ের সেকশন ইঞ্জিনিয়ার। বর্তমান কর্মস্থল বিহারের চক্রধরপুর মাইক্রোওয়েভ স্টেশন। ‘পরীক্ষিৎ’ এবং ‘শব্দযুগ’ এই দুটি স্বসম্পাদিত ছোট পত্রিকার মাধ্যমেই বাংলা কথাসাহিত্যে তাঁর আত্মপ্রকাশ। ‘কাক’ তাঁর প্রথম গল্প সংকলন, ‘নুনবাড়ি’ প্রথম উপন্যাস। ‘নুনবাড়ি’ উপন্যাসের জন্য পেয়েছেন ১৯৯১ সালের সোপান সাহিত্য পুরস্কার। সাহিত্যের জন্য ওই বছরই পেয়েছেন দিল্লির সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সর্বভারতীয় ‘সংস্কৃতি’ পুরস্কার। ‘বক্ররেখা’ উপন্যাসের জন্য মাইকেল মধুসূদন পুরস্কার পেয়েছেন ১৯৯৪ সালে। এছাড়াও নানান পুরস্কার এবং সম্মানে ভূষিত। প্রখর বাস্তববাদী, মানবদরদী এই তরুণ ভালবাসেন শব্দের ছবিতে মানুষকে চিত্রায়িত করতে। মানুষের কাছে যাওয়াই তাঁর প্রিয় শখ।
ANIL-GHARAI
Publisher : Ananda Publishers
Author : Anil Gharai
Language : Bengali
Binding : Hardcover
Pages :
ISBN : 9788172156749
অনিল ঘড়াই-এর জন্ম ১ নভেম্বর, ১৯৫৭, মেদিনীপুর জেলার রুক্মিনীপুর গ্রামে। শৈশব-কৈশোর এবং যৌবনের অনেকটা সময় অতিবাহিত হয়েছে নদিয়ার কালীগঞ্জে। পেশায় দক্ষিণ-পূর্ব রেলওয়ের সেকশন ইঞ্জিনিয়ার। বর্তমান কর্মস্থল বিহারের চক্রধরপুর মাইক্রোওয়েভ স্টেশন। ‘পরীক্ষিৎ’ এবং ‘শব্দযুগ’ এই দুটি স্বসম্পাদিত ছোট পত্রিকার মাধ্যমেই বাংলা কথাসাহিত্যে তাঁর আত্মপ্রকাশ। ‘কাক’ তাঁর প্রথম গল্প সংকলন, ‘নুনবাড়ি’ প্রথম উপন্যাস। ‘নুনবাড়ি’ উপন্যাসের জন্য পেয়েছেন ১৯৯১ সালের সোপান সাহিত্য পুরস্কার। সাহিত্যের জন্য ওই বছরই পেয়েছেন দিল্লির সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সর্বভারতীয় ‘সংস্কৃতি’ পুরস্কার। ‘বক্ররেখা’ উপন্যাসের জন্য মাইকেল মধুসূদন পুরস্কার পেয়েছেন ১৯৯৪ সালে। এছাড়াও নানান পুরস্কার এবং সম্মানে ভূষিত। প্রখর বাস্তববাদী, মানবদরদী এই তরুণ ভালবাসেন শব্দের ছবিতে মানুষকে চিত্রায়িত করতে। মানুষের কাছে যাওয়াই তাঁর প্রিয় শখ।