Hardcover , Horror
লেখালেখির শুরু থেকেই ছোটদের বড়দের সবার জন্যই সমানতালে লিখে চলেছেন ইমদাদুল হক মিলন। তাঁর ভৌতিক গল্পগুলো দুই বাংলার পাঠকের কাছে ব্যাপক জনপ্রিয়। ভূত এসে দেখা করে গেল, নিমপাখি, খরগোশপুর, ভূতের গল্প এরকম পঞ্চাশটি গল্প নিয়ে এই বই, ছোটদের পঞ্চাশটি ভৌতিক গল্প। প্রতিটি গল্পই গা শিউরে ওঠার মতো। ভূত আছে কী নেই সেই প্রশ্নের উত্তর খোঁজার কোনও অবকাশই নেই কোনও গল্পে। তার পরেও ভূত নিয়ে নানা রকম প্রশ্নের উদয় হবে পাঠকের মনে। যেমন ‘বাড়িটায় কে যেন থাকে’ গল্পটি। এই গল্প পড়ে পাঠক চিন্তিত হবেন, তা হলে ব্যাপারটা আসলে কী? বাড়িটায় সত্যি কি কেউ থাকে? এই বই সব বয়সি পাঠককে আকর্ষণ করবে।
Imdadul Haque Milan