Hardcover, Subhash Bhattacharya, Essay, Language & Linguistics
সচল ভাষা মাত্রেই নিরন্তর চলে পরিবর্তন, সে-পরিবর্তন বানান, শব্দপ্রয়োগ, শব্দার্থ সবকিছুকেই স্পর্শ করে। ব্যাকরণ আর প্রয়োগ হাত ধরাধরি করে চলে না। ব্যাকরণ যাকে অসিদ্ধ বলে, প্রয়োগ অনেকসময় তাকেই দেয় অনুমোদন। যে-কোনও ভাষাতেই ব্যাকরণ রচিত হয়ে আসছে অনেককাল ধরে। সে-তুলনায় প্রয়োগবিধির গ্রন্থ বয়সে নবীন। ইংরেজিতে উনিশ শতকে ফাউলার ভ্রাতৃদ্বয়ের রচিত প্রয়োগ অভিধান দিয়ে তার যাত্রা শুরু। পরে সেই ধারা পুষ্ট করেছেন আরও অনেকেই। আমাদের ভাষায় প্রয়োগবিধির কোনও বই বহুকাল ছিল না। প্রথম প্রয়োগবিধির বইটি লিখলেন সুভাষ ভট্টাচার্য। ১৯৮৪ সালে প্রকাশের সঙ্গে সঙ্গে বিপুল আলোড়ন তোলে সেই বই। নামে অভিধান হলেও এই বই বস্তুতপক্ষে একটি আলোচনা-গ্রন্থ। বিষয়ের বিন্যাস বর্ণানুক্রমিক বলেই একে অভিধান বলা হয়েছে। বাংলা ভাষার বানান, শব্দার্থের আলো-আঁধারি, শব্দপ্রয়োগের রীতি এই সবই আলোচিত হয়েছে এতে। আলোচনায় গভীরতা আর প্রাজ্ঞতা যত, সরসতাও ততটাই। আর প্রতিটি ক্ষেত্রে বাংলা সাহিত্য থেকে দৃষ্টান্তবাক্যের প্রচুরতাও চমকে দেবার মতো। প্রথম প্রকাশের উনিশ বছর পর সেই বইয়ের আদ্যন্ত পরিবর্ধিত ও পরিমার্জিত এই আনন্দ সংস্করণে পাঠক পাবেন নতুন চিন্তারও রসদ। সমস্ত বয়সের শিক্ষিত ও শিক্ষামনস্ক বাঙালির অবশ্যপাঠ্য এই বই।
Subhash Bhattacharya
সুভাষ ভট্টাচার্য-র জন্ম ১৯৩৯, বাংলাদেশের বরিশালে। কৈশোর কাল থেকে কলকাতাবাসী। স্নাতক প্রেসিডেন্সি কলেজ থেকে, স্নাতকোত্তর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। লেখালিখি প্রধানত অভিধান, ভাষা ও সাহিত্য নিয়ে। প্রকাশিত বইয়ের সংখ্যা চল্লিশের মতো। রবীন্দ্রনাথের গান শিখেছেন, মার্গসংগীতে তালিম নিয়েছেন, এসরাজ বাজান। পেয়েছেন আনন্দ পুরস্কার (১৯৮৪), বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার (২০০৭), চণ্ডীগড় প্রাচীন কলাকেন্দ্র সম্মান (২০০৯)।
Publisher : Ananda Publishers
Author : Subhash Bhattacharya
Language : Bengali
Binding : Hardcover
Pages : 360
ISBN : 9788177563115
সুভাষ ভট্টাচার্য-র জন্ম ১৯৩৯, বাংলাদেশের বরিশালে। কৈশোর কাল থেকে কলকাতাবাসী। স্নাতক প্রেসিডেন্সি কলেজ থেকে, স্নাতকোত্তর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। লেখালিখি প্রধানত অভিধান, ভাষা ও সাহিত্য নিয়ে। প্রকাশিত বইয়ের সংখ্যা চল্লিশের মতো। রবীন্দ্রনাথের গান শিখেছেন, মার্গসংগীতে তালিম নিয়েছেন, এসরাজ বাজান। পেয়েছেন আনন্দ পুরস্কার (১৯৮৪), বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার (২০০৭), চণ্ডীগড় প্রাচীন কলাকেন্দ্র সম্মান (২০০৯)।