ভারতের একাদশতম রাষ্ট্রপতি আবুল পাকির জইনুল আবেদিন আবদুল কালাম ১৯৩১ সালে তামিলনাড়ুর রামেশ্বরমে জন্মগ্রহণ করেন ও মাদ্রাজ ইন্সটিটিউট অফ টেকনোলজিতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেন। প্রখ্যাত বিজ্ঞানী হিসেবে তিনি ৫০০ জন বিশেষজ্ঞের সহায়তায় ভারতবর্ষকে উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য পথপ্রদর্শক হিসেবে টেকনোলজি ভিশন ২০২০-এ পৌঁছতে দেশকে নেতৃত্ব দেন। একজন বর্ষীয়ান রাষ্ট্রনায়ক হিসেবে তিনি সর্বজনশ্রদ্ধেয় ছিলেন। ভারতবর্ষকে ২০২০-র মধ্যে এক উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে ড. কালামের দৃষ্টি স্থির ছিল এবং এর জন্য তাঁকে আইআইটি, আইআইএমগুলিতে শিক্ষকতার দায়িত্বপালন, অধিবেশনগুলিতে অভিভাষণ প্রদান, ছাত্রছাত্রীদের সঙ্গে মেলামেশার জন্য দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করতে হত। প্রয়াণ: ২৭ জুলাই ২০১৫।