Hardcover, Buddhadeb Guha, Contemporary Fiction, Romance, Novel
তাঁর এই সৃষ্টিকর্মকে উপন্যাস-রূপে আখ্যাত করতে রাজি নন বুদ্ধদেব গুহ। এ-গ্রন্থের স্বল্পায়ত একটি ভূমিকায় লিখেছেন তিনি : “অবরোহী উপন্যাস নয়, যদিও দেশ-এ প্রকাশিত হবার সময় বিজ্ঞাপিত হয়েছিল উপন্যাস হিসেবেই। প্রথম দিকে এর ঋতি হয়তো উপন্যাসেরই মতো ছিল। কিন্তু কয়েক কিস্তি পরেই ঋতিকে বদলে দিই।” জানিয়েছেন, যত-না নন্দিত তার ঢের বেশি ‘নিন্দিত’ এই রচনা শেষাবধি সম্ভবত কোলাজধর্মী এক সৃষ্টি হয়ে উঠেছে। সত্যি কি তাই?
এ-তর্কের মীমাংসা করুন পাঠক-সমালোচকরা। কিন্তু একটা ব্যাপার স্পষ্ট যে, প্রচলিত ধারায় এক ব্যতিক্রমী সংযোজন অবরোহী। পাঠকের বহুলালিত সংস্কার ও উপন্যাসের বহু প্রতিষ্ঠিত সংজ্ঞার্থকেই চ্যালেঞ্জ করে, এমন এক রচনা। আর সেই কারণেই সম্ভবত এই সৃষ্টিকর্মের আত্মা এমন সাহিত্যাশ্রয়ী। ঝুমরি-তিলাইয়া স্টেশনে দীর্ঘকাল পরে দেখা হল অর্যমার সঙ্গে তাঁর প্রাক্তন ছাত্রী যোজনগন্ধার। কম্পুটার-বিশারদ, স্বনির্ভর, যোজনগন্ধা এখন থাকে দিল্লিতে। আর প্রখর আত্মমর্যাদাশালী, সূক্ষ্মরুচিশীল, লেখক অর্যমা রায় প্রবল অভিমানে কলকাতা ছেড়ে দশ বছর যাবৎ হাজারিবাগবাসী। লেখকদের মধ্যে ঈর্ষা-নিন্দা-মাৎসর্য দেখে,দলবদ্ধ চক্রান্তের শিকার হয়ে, বীতশ্রদ্ধ অর্যমা বেছে নিয়েছে অবরোহণের তথা মুক্তির পথ। যোজনগন্ধার সঙ্গে অর্যমার গড়ে উঠল পত্রবিনিময়ের এক নতুন সম্পর্ক। ঠিক প্রেমপত্র নয়, অন্য স্বাদের সেতুবন্ধন একজন সৎ লেখকের সঙ্গে মনস্ক, গভীর, বুদ্ধিমতী এক পাঠিকার এই পত্রাবলির মধ্যে সাহিত্যিকের দায়িত্ব ও সাহিত্যের আদর্শ, আদর্শ পাঠক, সমকাল ও ভাবীকালের সাহিত্যের চেহারা, লেখকের জীবন যাপনের ধরন, ঈশ্বরবোধ— এমন বহু বিষয়ের উষ্ণ ও অন্তরঙ্গ আলোচনা। এই আলোচনার মধ্যে বহু নতুন দৃষ্টিকোণ থেকে আলোকসম্পাত। সাহিত্যের আগ্রহী পাঠককে পড়তেই হবে এই বই। একবার এবং বারবার।
Buddhadeb Guha
বুদ্ধদেব গুহ পেশাগত দিক থেকে পূর্বভারতের একজন ব্যস্ত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অথচ একইসঙ্গে এই সময়ের জনপ্রিয় কথাসাহিত্যিকদের অন্যতম। দশ বছর বয়সে শিকার শুরু করেছিলেন। কিন্তু এখন একেবারেই করেন না, এবং শিকারী বলে পরিচি ত কখনও হতে চান না। তবে বন-জঙ্গল খুব ভালবাসেন এবং প্রায় বনে-জঙ্গলে ঘুরে বেড়ান। কিছুকাল আগেই আফ্রিকার বনে-জঙ্গলে ঘুরে এসেছেন। বহু বিচিত্র ও ব্যাপ্ত অভিজ্ঞতাময় তাঁর জীবন। ইংল্যান্ড, ইউরোপের প্রায় সমস্ত দেশ, কানাডা, ইউএসএ, হাওয়াই, জাপান ও থাইল্যান্ড এবং পূর্ব আফ্রিকা তাঁর দেখা। পূর্বভারতের বন-জঙ্গল, পশুপাখি ও বনের মানুষদের সঙ্গেও তাঁর সুদীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। সাহিত্য রচনায় মস্তিষ্কের তুলনায় হৃদয়ের ভূমিকা বড়ো— এই মতে বিশ্বাসী তিনি। ‘জঙ্গলমহল’—তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ। তারপর বহু উপন্যাস ও গল্পগ্রন্থ। অতি অল্পকালের মধ্যেই প্রতিষ্ঠিত। তাঁর বিতর্কিত উপন্যাস ‘মাধুকরী’ দীর্ঘকাল ধরে অন্যতম বেস্টসেলার। ছোটদের জন্য প্রথম বই —‘ঋজুদার সঙ্গে জঙ্গলে ’। আনন্দ পুরস্কার পেয়েছেন, ১৯৭৭ সালে। প্রখ্যাতা রবীন্দ্রসংগীত শিল্পী ঋতু গুহ তাঁর স্ত্রী। সুকণ্ঠ বুদ্ধদেব গুহ নিজেও একদা রবীন্দ্রসংগীত শিখতেন। পুরাতনী টপ্পা গানেও তিনি অতি পারঙ্গম। টিভি এবং চলচ্চিত্রে রূপায়িত হয়েছে তাঁর একাধিক গল্প-উপন্যাস।
Buddhadeb Guha
Publisher : Ananda Publishers
Author : Buddhadeb Guha
Language : Bengali
Binding : Hardcover
Pages : 160
ISBN : 9788172152024
বুদ্ধদেব গুহ পেশাগত দিক থেকে পূর্বভারতের একজন ব্যস্ত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অথচ একইসঙ্গে এই সময়ের জনপ্রিয় কথাসাহিত্যিকদের অন্যতম। দশ বছর বয়সে শিকার শুরু করেছিলেন। কিন্তু এখন একেবারেই করেন না, এবং শিকারী বলে পরিচি ত কখনও হতে চান না। তবে বন-জঙ্গল খুব ভালবাসেন এবং প্রায় বনে-জঙ্গলে ঘুরে বেড়ান। কিছুকাল আগেই আফ্রিকার বনে-জঙ্গলে ঘুরে এসেছেন। বহু বিচিত্র ও ব্যাপ্ত অভিজ্ঞতাময় তাঁর জীবন। ইংল্যান্ড, ইউরোপের প্রায় সমস্ত দেশ, কানাডা, ইউএসএ, হাওয়াই, জাপান ও থাইল্যান্ড এবং পূর্ব আফ্রিকা তাঁর দেখা। পূর্বভারতের বন-জঙ্গল, পশুপাখি ও বনের মানুষদের সঙ্গেও তাঁর সুদীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। সাহিত্য রচনায় মস্তিষ্কের তুলনায় হৃদয়ের ভূমিকা বড়ো— এই মতে বিশ্বাসী তিনি। ‘জঙ্গলমহল’—তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ। তারপর বহু উপন্যাস ও গল্পগ্রন্থ। অতি অল্পকালের মধ্যেই প্রতিষ্ঠিত। তাঁর বিতর্কিত উপন্যাস ‘মাধুকরী’ দীর্ঘকাল ধরে অন্যতম বেস্টসেলার। ছোটদের জন্য প্রথম বই —‘ঋজুদার সঙ্গে জঙ্গলে ’। আনন্দ পুরস্কার পেয়েছেন, ১৯৭৭ সালে। প্রখ্যাতা রবীন্দ্রসংগীত শিল্পী ঋতু গুহ তাঁর স্ত্রী। সুকণ্ঠ বুদ্ধদেব গুহ নিজেও একদা রবীন্দ্রসংগীত শিখতেন। পুরাতনী টপ্পা গানেও তিনি অতি পারঙ্গম। টিভি এবং চলচ্চিত্রে রূপায়িত হয়েছে তাঁর একাধিক গল্প-উপন্যাস।