Hardcover, Shirshendu Mukhopadhyay, Anthology of Juvenile Novels
শিশু-কিশোরসাহিত্যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আকাশচুম্বী জনপ্রিয়তা। ছোটদের জন্য তিনি নির্মাণ করেছেন সম্পূর্ণ স্বতন্ত্র জগৎ। রসে টইটম্বুর অদ্ভুতুড়ে সেই জগতে হাজির আশ্চর্য সব চরিত্র। তাঁর নিজের কথায়— ‘‘ভূতপ্রেত, বিটকেল আর খিটকেলে লোক, উজবুক আর ভবঘুরে, বোকা আর চালাক, নানা সাইজের দারোগাবাবু, এমনকী রাজাগজা অবধি এসে আমার লেখার পাতায় গ্যাঁট হয়ে বসে যায়।’’ শুধু কি তাই? কাপালিক, মাথাপাগলা লোক, পেটুক, হাড়কিপটে, ভুলোমনের মানুষ— কে নেই তাঁর কিশোর উপন্যাসগুলিতে? তাদের আজব সব কাণ্ড-কারখানা মজিয়ে রাখে ছোটদের, পাশাপাশি রহস্য-রোমাঞ্চের স্বাদ বইয়ের পাতা থেকে চোখ তুলতে দেয় না। শীর্ষেন্দুর রচনায় ভূতেরা প্রবল উপস্থিত, কিন্তু তারা কেউই ভয়ংকর নয়, বরং বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, যে বিপদগ্রস্ত তাকে সাহায্য করে। ‘কিশোর উপন্যাস সমগ্র’ পঞ্চম খণ্ডে রাখা হল অষ্টপুরের বৃত্তান্ত, মদন তপাদারের বাক্স, সর্বনেশে ভুল অঙ্ক, ভোলু যখন রাজা হল, হাবু ভুঁইমালির পুতুল, নন্দীবাড়়ির শাঁখ, জং বাহাদুর সিংহর নাতি, আসমানির চর, গড় হেকিমপুরের রাজবাড়়ি, হিরণগড়়ের ব্যাপারস্যাপার। কৌতুক, রহস্য আর কল্যাণবোধের আলোয় উপন্যাসগুলি উজ্জ্বল হয়ে আছে বাংলা কিশোরসাহিত্যে।
Shirshendu Mukhopadhyay
শীর্ষেন্দু মুখোপাধ্যায়-এর জন্ম : ২ নভেম্বর, ১৯৩৫। দেশ—ঢাকা জেলার বিক্রমপুর। শৈশব কেটেছে নানা জায়গায়। পিতা রেলের চাকুরে। সেই সূত্রে এক যাযাবর জীবন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতায়। এরপর বিহার, উত্তরবাংলা, পূর্ববাংলা, আসাম। শৈশবের স্মৃতি ঘুরেফিরে নানা রচনায় উঁকি মেরেছে। পঞ্চাশ দশকের গোড়ায় কুচবিহার। মিশনারি স্কুল ও বোর্ডিং-এর জীবন। ভিক্টোরিয়া কলেজ থেকে আই-এ। কলকাতার কলেজ থেকে বি এ। স্নাতকোত্তর পড়াশুনা কলকাতা বিশ্ববিদ্যালয়ে। স্কুল-শিক্ষকতা দিয়ে কর্মজীবনের শুরু এখন বৃত্তি— সাংবাদিকতা। আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত। প্রথম গল্প- দেশ পত্রিকায়। প্রথম উপন্যাস— ‘ঘুণপোকা’। প্রথম কিশোর উপন্যাস— ‘মনোজদের অদ্ভুত বাড়ি’। কিশোর সাহিত্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিরূপে ১৯৮৫ সালে পেয়েছেন বিদ্যাসাগর পুরস্কার। এর আগে পেয়েছেন আনন্দ পুরস্কার। ১৯৮৯ সালের সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছেন ‘মানবজমিন’ উপন্যাসের জন্য।
Shirshendu Mukhopadhyay
Language: Bengali
Binding: Hardcover
ISBN: 9789354258060
Pages: 656
Genre: Comedy & Humor, Anthologies, Juvenile, Novel
Publishers: Ananda Publishers
শীর্ষেন্দু মুখোপাধ্যায়-এর জন্ম : ২ নভেম্বর, ১৯৩৫। দেশ—ঢাকা জেলার বিক্রমপুর। শৈশব কেটেছে নানা জায়গায়। পিতা রেলের চাকুরে। সেই সূত্রে এক যাযাবর জীবন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতায়। এরপর বিহার, উত্তরবাংলা, পূর্ববাংলা, আসাম। শৈশবের স্মৃতি ঘুরেফিরে নানা রচনায় উঁকি মেরেছে। পঞ্চাশ দশকের গোড়ায় কুচবিহার। মিশনারি স্কুল ও বোর্ডিং-এর জীবন। ভিক্টোরিয়া কলেজ থেকে আই-এ। কলকাতার কলেজ থেকে বি এ। স্নাতকোত্তর পড়াশুনা কলকাতা বিশ্ববিদ্যালয়ে। স্কুল-শিক্ষকতা দিয়ে কর্মজীবনের শুরু এখন বৃত্তি— সাংবাদিকতা। আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত। প্রথম গল্প- দেশ পত্রিকায়। প্রথম উপন্যাস— ‘ঘুণপোকা’। প্রথম কিশোর উপন্যাস— ‘মনোজদের অদ্ভুত বাড়ি’। কিশোর সাহিত্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিরূপে ১৯৮৫ সালে পেয়েছেন বিদ্যাসাগর পুরস্কার। এর আগে পেয়েছেন আনন্দ পুরস্কার। ১৯৮৯ সালের সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছেন ‘মানবজমিন’ উপন্যাসের জন্য।