Paperback, Shaon, Contemporary History & Politics, Fictionalised Essay
৯ অক্টোবর ২০১৬ সালে বিজিপি(বর্ডার গার্ড পুলিশ)-র দুটি চেকপোস্ট এবং মংডু শহরের বিজিপি সদর দফতরে হামলা চালিয়েছিল একটি বিশেষ জঙ্গি গোষ্ঠী। হামলার দায় স্বীকার করে অনলাইনে একটি ভিডিও পোস্ট করে সন্ত্রাসবাদী দলটি। প্রথমে নিজেদেরকে 'হারাকাহ আল ইয়াকিন' তথা 'ফেইত মুভমেন্ট' এবং পরবর্তীতে 'আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি' তথা 'আরসা' (ARSA) বলে দাবি করে। যারা রাজনৈতিক কারণে সৌদি আরবে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের একটি কমিটির নেতৃত্বে ছিল। রোহিঙ্গা ভাষায় পোস্ট করা ভিডিওতে জানা যায়, হামলায় একসঙ্গে মোট ন’জন পুলিশ ও আটজন জঙ্গি নিহত হয়েছিল। জঙ্গিরা সরকারের ৬২টি আগ্নেয়াস্ত্র এবং ১০০০০-এরও বেশি গোলা বারুদ নিয়ে পালিয়ে গিয়েছিল। সরকারের ধারণা অনুযায়ী মোট হামলাকারীর সংখ্যা ছিল প্রায় ৪০০। এই হামলায় সবচেয়ে ক্ষতি হয়েছিল রোহিঙ্গা গ্রামের সাধারণ মানুষগুলোর। গ্রামের সরল মানুষগুলো বুঝেই উঠতে পারছিল না এই অপরিচিত লোকগুলো আসলে কারা, তাদের উদ্দেশ্যেই বা কী! সরল মানুষের মনে অবধারিতভাবে প্রশ্ন জাগল ওরা কী জানে না, সরকারের বিরুদ্ধে কথা বললে আসলে গ্রামের মানুষ খারাপ থাকবে। অথচ দেশের সরকারকে তারা বিশ্বাস করাতে পারছিল না যে তারা এইসবের সঙ্গে জড়িত নয়।
এক একটা তারিখ ইতিহাস হয়ে ওঠে । ২৫ শে আগস্ট ২০১৭ রোহিঙ্গারা জানত না তারা একটা ইতিহাসের অংশ হয়ে থাকবে। সামরিকবাহিনী গুলি চালাতে চালাতে গ্রামে সেদিন প্রবেশ করল। গ্রামবাসীরা হঠাৎ করেই বুঝতে পারল , তারা কখনোই নিরাপদ ছিল না। সারাজীবন ছুটে বেড়িয়েছে এইরকম একটা নিরাপদ নামক মরীচিকার পিছনে।
এই জনগোষ্ঠীর ভয়ঙ্কর জীবনকাহিনি রচিত হয়েছে এই উপন্যাসে।
Shaon
Category : Novel
Author : Shaon
Publisher : The Cafe Table
Binding Type : Paper Back