Bankim Sahitya Puruskar 2008
শবর চরিত -
লেখক যেখানে জন্মগ্রহন করেছিলেন সেই স্থানটি হল সুবর্ণরেখা নদীর দক্ষিণ তীরবর্তী অঞ্চল এবং উড়িষ্যা সংলগ্ন পশ্চিম মেদিনীপুর জেলার গোপীবল্লভপুরের নিকট বাছুরখোয়াড় গ্রাম। এর মধ্যবর্তী অঞ্চলটি মূলত ‘শবরচরিত’ উপন্যাসের পটভূমি। এই অঞ্চলের যে সমস্ত লোধা, শবর সম্প্রদায়ের মানুষ বসবাস করে মূলতঃ তাদের জীবনকে কেন্দ্র করেই এই উপন্যাসটি রচিত।
এই বইটি লেখার জন্য নলিনী বেরা ২০০৮ সালে বঙ্কিম পুরস্কারে সন্মানিত হয়েছিলেন। বর্তমান বাংলা সাহিত্যে নলিনী বেরা একজন জনপ্রিয় কথাসাহিত্যিক ও একইসঙ্গে একটি স্বতন্ত্র নাম।
Nalini Bera