Hardcover, Sekhar Basu, Essay, History, Places
অপরূপ ছিল 'সেদিনের কলকাতা'। ভোরবেলায় জল দিয়ে ধুয়ে দেওয়া হত শহরের পথঘাট। তারপর সারাদিন সাজানো-গোছানোই থাকত মহানগর। সন্ধেয় গ্যাসের আলো জ্বলত রাস্তায়। কেমন যেন মায়াবী সন্ধ্যা, আচ্ছন্নকর রাত। প্রধান যান ছিল ঘোড়ার গাড়ি। মোটরগাড়ি ছুটত শহরের রাজপথে, তবে তাদের সংখ্যা ছিল নামমাত্র। প্রাইভেট বাস শহরে ঢুকতে পারত না। শহরের রাজপথে চলত সরকারি বাস, দোতলা বাসও চলত নানা রুটে। সঙ্গে ঝকঝকে ট্রাম। নিয়মশৃঙ্খলা মেনে চলত শহরবাসীরা। নিয়মরক্ষার জন্যই রাতের বেলায় কাগজের ঠোঙায় জ্বলন্ত মোমবাতি নিয়ে ঠেলা চালাত ঠেলাওয়ালা।
কলকাতার পুরোনো পাড়া মানেই এক অর্থে যৌথ পরিবার। সবার সঙ্গে সবার মেলামেশা। সবসময় সতেজ থাকত রকের আড্ডা। এই কলকাতা ছিল আবার গোটা দেশের সাংস্কৃতিক রাজধানী। এখানে ছিল মেধাচর্চার আদর্শ পরিবেশ।
সেদিনের সেই কলকাতার সঙ্গে বালক বয়স থেকেই বেড়ে উঠেছেন বিশিষ্ট লেখক শেখর বসু। অনবদ্য ভঙ্গিতে লিখেছেন কলকাতার কথা। নিছক তথ্যপঞ্জি নয়, শহরের সঙ্গে আশ্চর্য উপায়ে মিশে গেছে লেখকের আত্মকথাও। ফোটোগ্রাফ নয়, বিশিষ্ট শিল্পী হর্ষমোহন চট্টরাজের আঁকা অসামান্য সব ছবি এই বইটির বাড়তি সম্পদ।
Sekhar Basu
Category : Memoirs & Biography
Author : Sekhar Basu
Publisher : The Cafe Table
Binding Type : Hard Cover