Hardcover, Paritosh Sen, Arts, Memoirs
কখনও তিনি পৃথিবীবিখ্যাত শিল্পী পিকাসোর আস্তানায় তাঁর একেবারে মুখোমুখি, কখনও আবার বেশ কিছু সময় কাটিয়েছেন বিশ্ববিশ্রুত ভাস্কর ব্রাঁকুসির স্টুডিয়ো চত্বরে, কখনও তিনি মুগ্ধ চোখে উপভোগ করছেন পৃথিবীর বহু আশ্চর্যের অন্যতম মিশরের আবু সিম্বাল মন্দির, কখনও আবার চিত্রকর অঁরি রুশোর সম্মানে আয়োজিত আড্ডায় অতি কাছ থেকে দেখছেন শিল্পসাহিত্য নিয়ে তুমুল তর্ক-বিতর্কে মশগুল অ্যাপোলোনিয়র-ম্যাকস জেকব-ব্রাক-পিকাসোর মতো গুণী ব্যক্তিত্বদের, কখনও তিনি ন্যুডিস্ট কলোনিতে আবিষ্কার করছেন লাস্যময়ী হলিউড-তারকা ব্রিজিত বার্দোকে, কখনও নিজেকেই আবিষ্কার করছেন ব্যালের রাজপুত্রের ভূমিকায়-প্রবীণ শিল্পী পরিতোষ সেনের স্মৃতির ঝুলিতে এমন বহু অমূল্য সম্পদ। সেই সম্পদকেই এই বইতে তাঁর নিজস্ব সুরম্য ভাষায় পরিবেশন করেছেন তিনি। ভাষাও যেন অনন্য ছবি।
Paritosh Sen
পরিতোষ সেনের জন্ম ১৯১৮ সালে, বর্তমান বাংলাদেশের ঢাকা জেলায়।প্রখ্যাত ভাস্কর-চিত্রকর দেবীপ্রসাদ রায়চৌধুরীর অধীনে চিত্রবিদ্যা শিক্ষালাভ করে ১৯৪০ সালে মাদ্রাজের সরকারি আর্ট কলেজ অ্যান্ড ক্র্যাফটসের স্নাতক হন।ওই বছরই মধ্যভারতের ভ্যালি কলেজের শিল্পী-অধ্যাপক হিসেবে যোগদান। এরপর ১৯৪৯-এ য়ুরোপ যান। দেশে ফিরে বিহারে দু’বছর শিল্প-অধ্যাপকের পদে ছিলেন। এরপর কলকাতার রিজিওনাল ইনস্টিটুট অব প্রিন্টিং টেকনলজি-তে ডিজাইন অ্যান্ড লে-আউটের অধ্যাপক। ১৯৭৯ সালে সেখান থেকে অবসর নেন।দেশ-বিদেশে ৩৫টির বেশি একক ও যৌথ চিত্রপ্রদর্শনী হয়েছে। ১৯৫৪ সালে প্যারিসে একক-প্রদর্শনী। ১৯৬৯ সালে ফের যান প্যারিসে, ১৯৭০-এ আমেরিকায়। ১৯৭৯-তে মস্কোয় প্রদর্শনী হয়েছে।ললিতকলা অ্যাকাডেমির প্রাক্তন সদস্য এবং বিশ্বভারতীর সেনেটর। আধুনিক ও ধ্রুপদী শিল্পের ওপর ইংরেজি ও বাংলায় অসংখ্য প্রবন্ধ রচনা করেছেন।
প্রয়াণ: ২২ অক্টোবর ২০০৮
Publisher : Ananda Publishers
Author : Paritosh Sen
Language : Bengali
Binding : Hardcover
Pages :
ISBN : 9788172155056
পরিতোষ সেনের জন্ম ১৯১৮ সালে, বর্তমান বাংলাদেশের ঢাকা জেলায়।প্রখ্যাত ভাস্কর-চিত্রকর দেবীপ্রসাদ রায়চৌধুরীর অধীনে চিত্রবিদ্যা শিক্ষালাভ করে ১৯৪০ সালে মাদ্রাজের সরকারি আর্ট কলেজ অ্যান্ড ক্র্যাফটসের স্নাতক হন।ওই বছরই মধ্যভারতের ভ্যালি কলেজের শিল্পী-অধ্যাপক হিসেবে যোগদান। এরপর ১৯৪৯-এ য়ুরোপ যান। দেশে ফিরে বিহারে দু’বছর শিল্প-অধ্যাপকের পদে ছিলেন। এরপর কলকাতার রিজিওনাল ইনস্টিটুট অব প্রিন্টিং টেকনলজি-তে ডিজাইন অ্যান্ড লে-আউটের অধ্যাপক। ১৯৭৯ সালে সেখান থেকে অবসর নেন।দেশ-বিদেশে ৩৫টির বেশি একক ও যৌথ চিত্রপ্রদর্শনী হয়েছে। ১৯৫৪ সালে প্যারিসে একক-প্রদর্শনী। ১৯৬৯ সালে ফের যান প্যারিসে, ১৯৭০-এ আমেরিকায়। ১৯৭৯-তে মস্কোয় প্রদর্শনী হয়েছে।ললিতকলা অ্যাকাডেমির প্রাক্তন সদস্য এবং বিশ্বভারতীর সেনেটর। আধুনিক ও ধ্রুপদী শিল্পের ওপর ইংরেজি ও বাংলায় অসংখ্য প্রবন্ধ রচনা করেছেন।
প্রয়াণ: ২২ অক্টোবর ২০০৮