Hardcover, Shirshendu Mukhopadhyay, Contemporary Fiction, Novel
ধূলিধূসর প্রাত্যহিকতা থেকে অনেক দূরে, রিখিয়ার স্তব্ধ নির্জনতায় ছবি আঁকার জগতে একাকী জীবনযাপন করছিলেন যে-শিল্পী, তাঁর হৃদয়ে জন্ম নিল এক অদ্ভুত প্রতিহিংসার নীলাভ আগুন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কলমে সেই অগ্নিসঞ্জাত তীব্র দহনের কাহিনী|গোয়েন্দা পুলিশ অফিসার শবরের মুখ থেকে খবরটা শুনে শিল্পী সর্বজিৎ সরকার স্তম্ভিত হয়ে গেলেন। তাঁরই স্ত্রী ও দুই কন্যার দশটি বিভিন্ন ন্যুড ছবি কলকাতার একটি প্রদর্শনীতে দেখানো হচ্ছে। কে আঁকল এই সিরিজ? যদিও তাঁর পারিবারিক জীবন বিধ্বস্ত হয়ে গেছে, তবু স্বামী ও পিতা হিসেবে এ-কাজকরা সর্বজিতের পক্ষে অসম্ভব। তিনি সে-কথা জোর দিয়ে ঘোষণাও করলেন। তাহলে কোন্ সে শিল্পী? অবশ্য স্ত্রী ইরার দৃঢ় বিশ্বাস, প্রতিহিংসাপরায়ণ সর্বজিৎই এমন বিকৃত পথ বেছে নিয়ে তাদের হেয় করতে চেয়েছেন। আর্টকালেকটার সিংঘানিয়া ও চিত্র-সমালোচকদের ধারণা, ছবিগুলো সর্বজিতেরই আঁকা। হঠাৎ সিংঘানিয়া খুন হয়ে গেলেন। শবর আবার এল রিখিয়ায়। সেখানে রহস্যের পর্দা উঠল এক অবিশ্বাস্য চমকে। টানটান এই উপন্যাসে চিত্রিত জীবনের উল্টো পিঠের দুরন্ত ছবি।
Shirshendu Mukhopadhyay
শীর্ষেন্দু মুখোপাধ্যায়-এর জন্ম : ২ নভেম্বর, ১৯৩৫। দেশ—ঢাকা জেলার বিক্রমপুর। শৈশব কেটেছে নানা জায়গায়। পিতা রেলের চাকুরে। সেই সূত্রে এক যাযাবর জীবন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতায়। এরপর বিহার, উত্তরবাংলা, পূর্ববাংলা, আসাম। শৈশবের স্মৃতি ঘুরেফিরে নানা রচনায় উঁকি মেরেছে। পঞ্চাশ দশকের গোড়ায় কুচবিহার। মিশনারি স্কুল ও বোর্ডিং-এর জীবন। ভিক্টোরিয়া কলেজ থেকে আই-এ। কলকাতার কলেজ থেকে বি এ। স্নাতকোত্তর পড়াশুনা কলকাতা বিশ্ববিদ্যালয়ে। স্কুল-শিক্ষকতা দিয়ে কর্মজীবনের শুরু এখন বৃত্তি— সাংবাদিকতা। আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত। প্রথম গল্প- দেশ পত্রিকায়। প্রথম উপন্যাস— ‘ঘুণপোকা’। প্রথম কিশোর উপন্যাস— ‘মনোজদের অদ্ভুত বাড়ি’। কিশোর সাহিত্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিরূপে ১৯৮৫ সালে পেয়েছেন বিদ্যাসাগর পুরস্কার। এর আগে পেয়েছেন আনন্দ পুরস্কার। ১৯৮৯ সালের সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছেন ‘মানবজমিন’ উপন্যাসের জন্য।
Shirshendu Mukhopadhyay
Publisher : Ananda Publishers
Author : Samaresh Majumdar
Language : Bengali
Binding : Hardcover
Pages : 90
ISBN : 9789350407097
শীর্ষেন্দু মুখোপাধ্যায়-এর জন্ম : ২ নভেম্বর, ১৯৩৫। দেশ—ঢাকা জেলার বিক্রমপুর। শৈশব কেটেছে নানা জায়গায়। পিতা রেলের চাকুরে। সেই সূত্রে এক যাযাবর জীবন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতায়। এরপর বিহার, উত্তরবাংলা, পূর্ববাংলা, আসাম। শৈশবের স্মৃতি ঘুরেফিরে নানা রচনায় উঁকি মেরেছে। পঞ্চাশ দশকের গোড়ায় কুচবিহার। মিশনারি স্কুল ও বোর্ডিং-এর জীবন। ভিক্টোরিয়া কলেজ থেকে আই-এ। কলকাতার কলেজ থেকে বি এ। স্নাতকোত্তর পড়াশুনা কলকাতা বিশ্ববিদ্যালয়ে। স্কুল-শিক্ষকতা দিয়ে কর্মজীবনের শুরু এখন বৃত্তি— সাংবাদিকতা। আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত। প্রথম গল্প- দেশ পত্রিকায়। প্রথম উপন্যাস— ‘ঘুণপোকা’। প্রথম কিশোর উপন্যাস— ‘মনোজদের অদ্ভুত বাড়ি’। কিশোর সাহিত্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিরূপে ১৯৮৫ সালে পেয়েছেন বিদ্যাসাগর পুরস্কার। এর আগে পেয়েছেন আনন্দ পুরস্কার। ১৯৮৯ সালের সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছেন ‘মানবজমিন’ উপন্যাসের জন্য।