Hardcover, Swami Tathagatananda, Biography, Essay
রহস্যময়তার সৌন্দর্যকে যে চেনে না, সে প্রকৃতপক্ষে মৃত। এই মত আলবার্ট আইনস্টাইনের। মনে ‘পবিত্র কৌতূহল’ লালন করার কথা তিনি বারবার বলেছেন ছাত্রদের। সৃষ্টিরহস্যের সৌন্দর্যের মধ্যে আইনস্টাইন ফুটে উঠতে দেখেছেন আশ্চর্য বুদ্ধিমত্তা। স্বামী তথাগতানন্দের ‘আলবার্ট আইনস্টাইন: তাঁর মানবিক সত্তা’ গ্রন্থের আইনস্টাইন এক গভীর ভাবের মানুষ, যিনি বিশ্বাস করতেন। ‘মূল্যবোধ আসে অনুভূতি থেকে’। যাবতীয় যুদ্ধপ্রয়াস বন্ধ করবার জন্য তিনি বার্ট্রান্ড রাসেল-দের সঙ্গে আবেদন পর্যন্ত করেছিলেন। আইনস্টাইনের জীবনের প্রধান প্রধান ঘটনা এই গ্রন্থে বিবৃত হলেও বিশেষ আলোকিত হয়েছে তাঁর সহৃদয় সত্তাটি, যেখানে অটুট ছিল এই প্রাচ্যগন্ধী বিশ্বাস— ‘অন্যের জন্য যাপিত জীবনই ধন্য’।
Swami Tathagatananda
স্বামী তথাগতানন্দের জন্ম ১৯২৫। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করেন। ১৯৪৫ সালে বেলুড়মঠে দীক্ষাগ্রহণ, ১৯৫৫ সালে যোগদান, সন্ন্যাসগ্রহণ ১৯৬৪ সালে। বেলুড় বিদ্যামন্দিরে শিক্ষকতা করেন দীর্ঘ আট বছর। এরপর দেওঘর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে, মাদ্রাজ মিশনে শিক্ষকতা। পরবর্তীতে বরাহনগর মঠের প্রধান। ১৯৭৭ সালে তাঁকে নিউইয়র্ক বেদান্ত সোসাইটির দায়িত্বভার অর্পণ করা হয়। তদবধি সেখানকার কর্ণধার। রামায়ণ কথা, মহাভারত কথা, শুভচিন্তা, আভাসিত আলো, স্বামীজীর মাতৃভক্তি প্রভৃতি বহু গ্রন্থ রচনা করেছেন। Journey of the Upanishad to the west গ্রন্থটি উচ্চ-প্রশংসিত।
Publisher : Ananda Publishers
Author : Swami Tathagatananda
Language : Bengali
Binding : Hardcover
Pages : 230
ISBN : 9789350400685
স্বামী তথাগতানন্দের জন্ম ১৯২৫। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করেন। ১৯৪৫ সালে বেলুড়মঠে দীক্ষাগ্রহণ, ১৯৫৫ সালে যোগদান, সন্ন্যাসগ্রহণ ১৯৬৪ সালে। বেলুড় বিদ্যামন্দিরে শিক্ষকতা করেন দীর্ঘ আট বছর। এরপর দেওঘর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে, মাদ্রাজ মিশনে শিক্ষকতা। পরবর্তীতে বরাহনগর মঠের প্রধান। ১৯৭৭ সালে তাঁকে নিউইয়র্ক বেদান্ত সোসাইটির দায়িত্বভার অর্পণ করা হয়। তদবধি সেখানকার কর্ণধার। রামায়ণ কথা, মহাভারত কথা, শুভচিন্তা, আভাসিত আলো, স্বামীজীর মাতৃভক্তি প্রভৃতি বহু গ্রন্থ রচনা করেছেন। Journey of the Upanishad to the west গ্রন্থটি উচ্চ-প্রশংসিত।