Kolkata Boimela 2024 ; New Releases
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নতুন শবরগোয়েন্দা কাহিনিতে রয়েছে রোমাঞ্চ, উৎকণ্ঠা, অনুসরণ। রহস্য সমাধানের অন্তরালে ফুটে উঠেছে কৌতুকের রং। নরনারীর মনের গহিন কথা।
যুগলকিশোরজির বয়স হয়েছে। ব্যবসা পড়তির দিকে। সেই সময় একটা অফার আসে। আর্মস ডিল। এখানে পরিশ্রম কম। লেগওয়ার্ক করার লোক আছে। কিন্তু পার্টনার লাটু বিশ্বাসের নজর পড়ে তাঁর মেয়ে সুলোচনার উপর। রোমিওটি পাগল, মেয়েটির প্রতি একরোখা তীব্র আর্কষণে। সুলোচনা বাঁচতে ক্ষিপ্র সিদ্ধান্তে একটি বিয়ে করে বসে। ওদিকে যুগলকিশোরজি ডিমেনশিয়া-আক্রান্ত হওয়ায়, ব্যবসার গোপনীয়তা দিকটি আর সুরক্ষিত নয়। এদিকে লাটু, যুগলকিশোরকে সরিয়ে দিতে চায়।
কিন্তু শবরের কাছে যুগলকিশোর শ্রীবাস্তব সারেন্ডার করতে চান, কেননা তিনি নাকি খুন করেছেন জামাই হাবুলকে। অফিসে আবার রটনা শবর দাশগুপ্তর বস দোলা গুপ্ত নাকি শবরের প্রেমে পড়েছেন। হাবুল কী সত্যি খুন হয়েছে? লাটু কী পারল যুগলকিশোরজিকে পৃথিবী থেকে সরিয়ে দিতে? শবরকে কে বলল, ‘আমাকে বিয়ে করবেন?’ দ্বিতীয় উপন্যাস ‘মনসারামের জবানি’-তে বিবৃত হয়েছে মনসারাম ও অন্যান্য চরিত্রের টানাপোড়েনের এক বিচিত্র উপাখ্যান।
Shirshendu Mukhopadhyay
শীর্ষেন্দু মুখোপাধ্যায়-এর জন্ম : ২ নভেম্বর, ১৯৩৫। দেশ—ঢাকা জেলার বিক্রমপুর। শৈশব কেটেছে নানা জায়গায়। পিতা রেলের চাকুরে। সেই সূত্রে এক যাযাবর জীবন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতায়। এরপর বিহার, উত্তরবাংলা, পূর্ববাংলা, আসাম। শৈশবের স্মৃতি ঘুরেফিরে নানা রচনায় উঁকি মেরেছে। পঞ্চাশ দশকের গোড়ায় কুচবিহার। মিশনারি স্কুল ও বোর্ডিং-এর জীবন। ভিক্টোরিয়া কলেজ থেকে আই-এ। কলকাতার কলেজ থেকে বি এ। স্নাতকোত্তর পড়াশুনা কলকাতা বিশ্ববিদ্যালয়ে। স্কুল-শিক্ষকতা দিয়ে কর্মজীবনের শুরু এখন বৃত্তি— সাংবাদিকতা। আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত। প্রথম গল্প- দেশ পত্রিকায়। প্রথম উপন্যাস— ‘ঘুণপোকা’। প্রথম কিশোর উপন্যাস— ‘মনোজদের অদ্ভুত বাড়ি’। কিশোর সাহিত্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিরূপে ১৯৮৫ সালে পেয়েছেন বিদ্যাসাগর পুরস্কার। এর আগে পেয়েছেন আনন্দ পুরস্কার। ১৯৮৯ সালের সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছেন ‘মানবজমিন’ উপন্যাসের জন্য।
Shirshendu Mukhopadhyay
শীর্ষেন্দু মুখোপাধ্যায়-এর জন্ম : ২ নভেম্বর, ১৯৩৫। দেশ—ঢাকা জেলার বিক্রমপুর। শৈশব কেটেছে নানা জায়গায়। পিতা রেলের চাকুরে। সেই সূত্রে এক যাযাবর জীবন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতায়। এরপর বিহার, উত্তরবাংলা, পূর্ববাংলা, আসাম। শৈশবের স্মৃতি ঘুরেফিরে নানা রচনায় উঁকি মেরেছে। পঞ্চাশ দশকের গোড়ায় কুচবিহার। মিশনারি স্কুল ও বোর্ডিং-এর জীবন। ভিক্টোরিয়া কলেজ থেকে আই-এ। কলকাতার কলেজ থেকে বি এ। স্নাতকোত্তর পড়াশুনা কলকাতা বিশ্ববিদ্যালয়ে। স্কুল-শিক্ষকতা দিয়ে কর্মজীবনের শুরু এখন বৃত্তি— সাংবাদিকতা। আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত। প্রথম গল্প- দেশ পত্রিকায়। প্রথম উপন্যাস— ‘ঘুণপোকা’। প্রথম কিশোর উপন্যাস— ‘মনোজদের অদ্ভুত বাড়ি’। কিশোর সাহিত্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিরূপে ১৯৮৫ সালে পেয়েছেন বিদ্যাসাগর পুরস্কার। এর আগে পেয়েছেন আনন্দ পুরস্কার। ১৯৮৯ সালের সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছেন ‘মানবজমিন’ উপন্যাসের জন্য।