বাঙালি কি সত্যিই এক হাতে মগ আর অন্য হাতে মোঘলদের রুখেছে? যে বিজয় সিংহ লঙ্কা জয় করেছিলেন তিনি কি সত্যিই বাঙালি ছিলেন? একদিকে কবিসুলভ আবেগ আর অন্য দিকে ঐতিহাসিকদের তন্নিষ্ঠ অনুসন্ধান– বাঙালি কাহারে কয়? তার মাঝে পড়ে আমাদের আত্মপরিচয়ের কৌতূহল পথ খুঁজছে।
ইদানীং কোনো বিশেষ স্বার্থে নানা ভাবে গুলিয়ে দেবার চেষ্টা হচ্ছে আমাদের স্বাতন্ত্র্য। ইতিহাসের অপব্যখ্যা করা, সংস্কৃতিতে বেনোজল ঢুকিয়ে দেওয়া, ভাবনাকে ভুল দিকে ঠেলে দেওয়া– এসব চেষ্টার মুখে দাঁড়িয়ে আমাদের বোধহয় এই সময়ের নিরিখে একটু বেশি করে জেনে নেওয়া দরকার– ‘বাঙালি কাহারে কয়?’
Category : Essays
Author : Somen Dey
Publisher : The Cafe Table
Binding Type : Paper Back