Author Anjan Duttax
ড্যানি ডিটেকটিভ আই এন সি একটা ছোটখাটো ডিটেকটিভ এজেন্সি। এই এজেন্সির মালিক, প্রৌঢ় ড্যানি, একটা
• রহস্যের সমাধান করতে গিয়ে গুলি খেয়ে মারা যায়। তারই সেক্রেটারি বাধ্য হয়ে সেই কেসের সমাধান করে এবং এজেন্সির দায়িত্ব নিয়ে ফেলে। সেই লাইসেন্স ছাড়া, আনকোরা গোয়েন্দা, সুব্রত শর্মাকে নিয়ে, ছ-টা ছোট উপন্যাস লেখা হয়েছে। দুটো খণ্ডে।
এর মধ্যে আমার সুব্রত শর্মার অভিজ্ঞতা বেড়েছে কিনা জানি না, কিন্তু আমার কাছে আমার লেখার মান একটু বেড়েছে। তাই এবারে একটা বড় উপন্যাস। এবার একটাই গল্প। ড্যানির মৃত্যুটা চেপে গিয়ে, সুব্রত মক্কেল এলে ছাড়ে না। বলে ড্যানি ব্যস্ত। নিজেই কেসটা নিয়ে বেরিয়ে পড়ে। ড্যানি এক সময় পুলিশের নামকরা গোয়েন্দা ছিল। তার পুলিশ মহলের শুভাকাঙ্ক্ষী অফিসারদের দৌলতে, কোনো লাইসেন্স ছাড়াই সুব্রত তার বসের পিস্তলটা নিয়ে, কোনোমতে চালিয়ে যাচ্ছে। যারা আগের গঙ্কোগুলো পড়েননি, কিসসু এসে যায় না। এটুকুই যথেষ্ট।..
Others