লেখক : মঞ্জুভাষ মিত্র
দেশবিদেশের সাহিত্য (২য় খণ্ড) আসলে আরব্য উপন্যাস থেকে মবি ডিকের উপন্যাসজগৎ বিধৃত। এক কথায় মধ্যযুগ থেকে আধুনিক যুগের যাত্রাপথ। যেমন বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথের উপন্যাস নিয়ে আলোচনা আছে তেমনই হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন, টমাস হার্ডি, দেশবিদেশের ভালোবাসার গল্প সন্নিবিষ্ট রয়েছে। ফ্রয়েডের মনোবিকলন বা সাইকোঅ্যানালিসিসের আলোকে হ্যামলেটের উদ্ভাসন মৌলিকতার সঙ্গে বারিক পাস্তের নাকের সঙ্গে রাশিয়ার ঘৃণা-ভালোবাসার সম্পর্কের বিবৃতি আছে কয়েকটি নিবন্ধে। রবীন্দ্রনাথ ও ইউরোপের— কয়েককাল ঔপন্যাসিক তুলনার মাধ্যমে উপন্যাস শিল্পের উদ্ভাসন। শিবনাথ শাস্ত্রীর বাংলা সাহিত্যে কি প্রভাব এ নিয়ে আলোচনা এক নিঃসঙ্গ পথযাত্রার কথা। সর্বশেষে আছে বুদ্ধদেব বসুর প্রবন্ধসাহিত্য নিয়ে আলোচনা। বুদ্ধদেব বসু শুধু কবি নন, তিনি আধুনিক বাংলা কবিতার জনক অমিয় চক্রবর্তী, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে প্রভৃতির প্রতিভার তিনি উদার আবিষ্কার-কর্তা। তাঁর কবিতা পত্রিকা আধুনিক বাংলা কবিতা আন্দোলনকে উৎকৃষ্ট ভাবভূমি দিয়েছে। এখন তখন সুন্দর গদ্যও মর্মকে স্পর্শ করে। অন্তরে তার ঝংকার সংগীতের মতো বেজে চলে, আমাদের অন্তরজীবনকে সুন্দর করে তোলে। পাঠক-পাঠিকা আলোচ্য বই-এ স্কলারশিপ ও সাহিত্যগুণ দুই-ই পাবেন।
Prativash Authors
Prativash Authors