Hardcover, Samares Mazumdar
মৃণালিনী দাঁড়িয়ে ছিল কলেজের কাছের বাসস্টপে৷ আজ হঠাৎ কলেজ ছুটি হয়ে গেছে ৷ বাড়ির গাড়ি আসবে ঘণ্টাচারেক পরে৷ অতি রক্ষণশীল এবং ধনী পরিবারের মেয়ে৷ দেখতেও রূপসী ৷
কলেজে ঢোকার পর এই প্রথম বাসে উঠবে সে৷ তার বাড়ি যথেষ্ট কাছে, কয়েকটা মাত্র স্টপ, তবু তার বুক ঢিপঢিপ করছিল৷ তার বাসের নাম্বার টু, সেটুকু সে জানে ৷
এইসময় দূরে একটা বাস দেখা দিল৷ নাম্বার টু কি? তাহলে সোজা উঠে পড়বে, বাড়ির কাছে নেমে যাবে ৷
বাসটা যখন কাছাকাছি চলে এসেছে, একটা গলা শোনা গেল, ‘টু বি অর নট টু বি?’
ঘুরে দাঁড়াতেই সে ছেলেটিকে দেখতে পেল৷ সাধারণ শার্টপ্যান্ট পরা একুশ বাইশের তরুণ ৷
ছেলেটি এগিয়ে এল এক পা, ‘তাহলে নট টু বি৷ কোনও কোয়েশ্চেন নেই ৷ আপনার বাস শুধু নাম্বার টু৷ তাই তো?’
চোখ বন্ধ করল মৃণাল ৷…শুরু হয়ে গেল অসামান্য রোম্যান্টিক উপন্যাস ‘হায় সজনি’৷
আর সবচেয়ে বড় কথা, বরেণ্য ঔপন্যাসিকের এই অপূর্ব প্রেমকাহিনি পূর্বে কোথাও প্রকাশিত হয়নি ৷ সরাসরি পাণ্ডুলিপি থেকে চলে এল পত্রভারতীর বই হয়ে ৷
Samaresh Majumdar
সমরেশ মজুমদার-এর জন্ম ১০ মার্চ ১৯৪৪। শৈশব কেটেছে ডুয়ার্সের চা-বাগানে। জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র। কলকাতায় আসেন ১৯৬০-এ। শিক্ষা : স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় অনার্স, পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম.এ। প্রথমে গ্রুপ থিয়েটার করতেন। তারপর নাটক লিখতে গিয়ে গল্প লেখা । প্রথম গল্প ‘দেশ’ পত্রিকায়, ১৯৬৭ সালে। প্রথম উপন্যাস ‘দৌড়’, ১৯৭৫-এ ‘দেশ’ পত্রিকায়। গ্রন্থ: দৌড়, এই আমি রেণু, উত্তরাধিকার, বন্দী নিবাস, বড় পাপ হে, উজান গঙ্গা, বাসভূমি, লক্ষ্মীর পাঁচালি, উনিশ বিশ, সওয়ার, কালবেলা, কালপুরুষ এবং আরও অনেক। সম্মান: ১৯৮২ সালের আনন্দ পুরস্কার তাঁর যোগ্যতার স্বীকৃতি । এছাড়া ‘দৌড়’ চলচ্চিত্রের কাহিনিকার হিসাবে বি এফ জে এ, দিশা রী এবং চলচ্চিত্র প্রসার সমিতির পুরস্কার। ১৯৮৪ সালে ‘কালবেলা’ উপন্যাসে র জন্য পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার।
Samaresh- Majumdar
ISBN |
9788183746373 |
---|---|
Binding |
Hard Cover with Jacket |
No. of pages |
136 |
সমরেশ মজুমদার-এর জন্ম ১০ মার্চ ১৯৪৪। শৈশব কেটেছে ডুয়ার্সের চা-বাগানে। জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র। কলকাতায় আসেন ১৯৬০-এ। শিক্ষা : স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় অনার্স, পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম.এ। প্রথমে গ্রুপ থিয়েটার করতেন। তারপর নাটক লিখতে গিয়ে গল্প লেখা । প্রথম গল্প ‘দেশ’ পত্রিকায়, ১৯৬৭ সালে। প্রথম উপন্যাস ‘দৌড়’, ১৯৭৫-এ ‘দেশ’ পত্রিকায়। গ্রন্থ: দৌড়, এই আমি রেণু, উত্তরাধিকার, বন্দী নিবাস, বড় পাপ হে, উজান গঙ্গা, বাসভূমি, লক্ষ্মীর পাঁচালি, উনিশ বিশ, সওয়ার, কালবেলা, কালপুরুষ এবং আরও অনেক। সম্মান: ১৯৮২ সালের আনন্দ পুরস্কার তাঁর যোগ্যতার স্বীকৃতি । এছাড়া ‘দৌড়’ চলচ্চিত্রের কাহিনিকার হিসাবে বি এফ জে এ, দিশা রী এবং চলচ্চিত্র প্রসার সমিতির পুরস্কার। ১৯৮৪ সালে ‘কালবেলা’ উপন্যাসে র জন্য পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার।