Theres a serial killer on the loose, bent on working his way through the alphabet. And as a macabre calling card he leaves beside each victims corpe the ABC Railway Guide open at the name of the town where the murder has taken place.
Having begun with Andover, Bexhill and then Churston, there seems little chance of the murderer being caught until he makes the crucial and vain mistake of challenging Hercule Poirot to frustrate his plans
Agatha Christie
গোয়েন্দা ও রহস্য গল্পের সম্রাজ্ঞী হিসেবে সারা বিশ্বের পাঠককুল যাঁকে এক কথায় সম্মান জানান তিনি হলেন ডেম আগাথা মেরি ক্লারিসা ক্রিস্টি (১৮৯০-১৯৭৬)। সারা জীবনে লিখেছেন ছেষট্টিটি রহস্য উপন্যাস এবং চোদ্দোটি ছোটগল্পের সংকলন, এ ছাড়া নাটক, কবিতা এমনকী ছদ্মনামেও বেশ কিছু জনপ্রিয় লেখা। দুটি অমর গোয়েন্দা চরিত্র এরকুল পোয়ারো এবং মিস মার্পল তাঁরই সৃষ্টি। প্রথম উপন্যাস ‘দ্য মিস্টিরিয়াস অ্যাফেয়ার অ্যাট স্টাইলস’ প্রকাশিত হয় ১৯২০ সালে। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। ‘মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস’, ‘দি এ বি সি মার্ডারস’, ‘অ্যান্ড দেন দেয়ার ওয়াজ নান’-এর মতো বহু দুনিয়া কাঁপানো রহস্য উপন্যাস লেখেন। ‘দ্য মার্ডার অব রজার অ্যাক্রয়েড’ ২০১৩ সালে ক্রাইম রাইটার্স অ্যাসোসিয়েশানের বিচারে বিশ্বের সর্বশ্রেষ্ঠ রহস্য উপন্যাসের সম্মান লাভ করে। তাঁর লেখা নাটক ‘মাউস ট্র্যাপ’ ১৯৫২ থেকে ২০২০ অবধি লন্ডনের ওয়েস্ট এন্ডে অভিনীত হয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছে।
Agatha-Christie
গোয়েন্দা ও রহস্য গল্পের সম্রাজ্ঞী হিসেবে সারা বিশ্বের পাঠককুল যাঁকে এক কথায় সম্মান জানান তিনি হলেন ডেম আগাথা মেরি ক্লারিসা ক্রিস্টি (১৮৯০-১৯৭৬)। সারা জীবনে লিখেছেন ছেষট্টিটি রহস্য উপন্যাস এবং চোদ্দোটি ছোটগল্পের সংকলন, এ ছাড়া নাটক, কবিতা এমনকী ছদ্মনামেও বেশ কিছু জনপ্রিয় লেখা। দুটি অমর গোয়েন্দা চরিত্র এরকুল পোয়ারো এবং মিস মার্পল তাঁরই সৃষ্টি। প্রথম উপন্যাস ‘দ্য মিস্টিরিয়াস অ্যাফেয়ার অ্যাট স্টাইলস’ প্রকাশিত হয় ১৯২০ সালে। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। ‘মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস’, ‘দি এ বি সি মার্ডারস’, ‘অ্যান্ড দেন দেয়ার ওয়াজ নান’-এর মতো বহু দুনিয়া কাঁপানো রহস্য উপন্যাস লেখেন। ‘দ্য মার্ডার অব রজার অ্যাক্রয়েড’ ২০১৩ সালে ক্রাইম রাইটার্স অ্যাসোসিয়েশানের বিচারে বিশ্বের সর্বশ্রেষ্ঠ রহস্য উপন্যাসের সম্মান লাভ করে। তাঁর লেখা নাটক ‘মাউস ট্র্যাপ’ ১৯৫২ থেকে ২০২০ অবধি লন্ডনের ওয়েস্ট এন্ডে অভিনীত হয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছে।