New , Kolkata Boimela 2024
পৃথিবীর দুর্বলতম প্রাণী। সাড়ে তিনপোয়া মাপের মানুষ। বুদ্ধি বলে বলীয়ান। কিন্তু বলের তুলনা করতে হলে, দুটি প্রাণীকে অবশ্যই চাই বাঘ আর সিংহ। হাতি নয়, ঘোড়া নয়, উট নয়। নয় শার্দুল। স্কুলে এক একজন শিক্ষকমহাশয় এক এক রকমের জন্তু হিসাবে চিহ্নিত করতেন, যেমন বাঁদর, ছাগল, গাধা, বোকা পাঁঠা। কেউ কেউ সব প্রাণীকে একত্রিত করে বলতেন জানোয়ার। একটি অজানা প্রাণীর সঙ্গেও তুলনা করা হত, 'মিচকে পটাশ'। অভিভাবকরা প্রায়ই বলে থাকেন, ছেলেটাকে মানুষ করতে হবে। অর্থাৎ বেশ গণ্যমান্য, পয়সাঅলা একটা কেউকেটা। বাড়ি, গাড়ি, পদমর্যাদা। হৃদয়বান, দাতা, সমাজসেবী, সর্বত্যাগী, পরমহংস এই সব হওয়ার কথা কেউ ভুলেও বলবেন না। বেশ জবরদস্ত মানুষ হওয়ার পর ওই দিকটা একটু ভেবে দেখা যেতে পারে। এই সংকলনটি 'হরিদাসের বুলবুল ভাজা।' যতই খাবে ততই অম্বল। শীতের কম্বল, বাঙালির অম্বল।।
Sanjib Chattopadhyay
১৯৩৬ সালে কলকাতার উপকণ্ঠে জন্ম। বিজ্ঞানের স্নাতক। বিজ্ঞান থেকে পরে কলাবিষয়ে সরে আসেন। শিক্ষকতা করেছেন। রাসায়নিক হিসাবে কিছুকাল কর্মরত ছিলেন একটি বড় রাসায়নিক সংস্থায়। পরবর্তীকালে ক্ষুদ্র ও কুটির শিল্পে র উন্নয়নকল্পে যুক্ত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিল্পোন্নয়ন বিভাগে। রামকৃষ্ণ মিশনের মুখপত্র ‘উদ্বোধনে’ স্বামী শ্ৰদ্ধানন্দের আশ্রয়ে সম্পাদনার হাতেখড়ি। পশ্চিমবঙ্গ সরকারে শিল্প বিভাগে থাকাকালীন শিল্প-সাংবাদিকতার শুরু। শিল্প-মুখপত্রের সম্পাদনা। বেতার ও দূরদর্শনের মাধ্যমে শিল্পপ্রচার। ক্রমে আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর সঙ্গে যুক্ত হবার সৌভাগ্য। প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঞ্চাশ অধিক। সাহিত্যের প্রায় সর্ব বিভাগেই বিচরণ। ১৯৮১ সালে পেয়েছেন আনন্দ পুরস্কার।
Sanjib- Chattopadhyay
১৯৩৬ সালে কলকাতার উপকণ্ঠে জন্ম। বিজ্ঞানের স্নাতক। বিজ্ঞান থেকে পরে কলাবিষয়ে সরে আসেন। শিক্ষকতা করেছেন। রাসায়নিক হিসাবে কিছুকাল কর্মরত ছিলেন একটি বড় রাসায়নিক সংস্থায়। পরবর্তীকালে ক্ষুদ্র ও কুটির শিল্পে র উন্নয়নকল্পে যুক্ত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিল্পোন্নয়ন বিভাগে। রামকৃষ্ণ মিশনের মুখপত্র ‘উদ্বোধনে’ স্বামী শ্ৰদ্ধানন্দের আশ্রয়ে সম্পাদনার হাতেখড়ি। পশ্চিমবঙ্গ সরকারে শিল্প বিভাগে থাকাকালীন শিল্প-সাংবাদিকতার শুরু। শিল্প-মুখপত্রের সম্পাদনা। বেতার ও দূরদর্শনের মাধ্যমে শিল্পপ্রচার। ক্রমে আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর সঙ্গে যুক্ত হবার সৌভাগ্য। প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঞ্চাশ অধিক। সাহিত্যের প্রায় সর্ব বিভাগেই বিচরণ। ১৯৮১ সালে পেয়েছেন আনন্দ পুরস্কার।