Hardcover, Bibhutibhushan Mukhopadhyay, Biographical Novel
মৃত্যুর অব্যবহিত পূর্বে লেখা এই উপন্যাস বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের শেষ অমর কীর্তি। যাঁর জন্ম-মৃত্যু দুই-ই মিথিলায়, নিজেকে যিনি বলতেন মিথিলার সন্তান, নিজের ধাত্রীমাতার প্রতি সেই বিভূতিভূষণের এ-এক অসামান্য শ্রদ্ধার্ঘ্য। সংস্কৃতি ও ঐতিহ্যে উজ্জ্বল পুণ্য পুরাণভূমি মিথিলাকে যেন নতুন করে আবিষ্কার করেছেন তিনি এই স্মরণীয় সৃষ্টিতে। যাঁকে মনে রেখে এই উপন্যাস, ‘কুশীপ্রাঙ্গণের চিঠি’তে রয়েছে তাঁর উল্লেখ। কুশী নদীর ভয়াবহ বন্যার পরেও ভিটে আঁকড়ে পড়েছিলেন সেই প্রৌঢ় মৈথিল পণ্ডিত, প্রত্যাখ্যান করেছিলেন সরকারী অনুদান। বংশমর্যাদায় বেধেছিল তাঁর। মানুষটি স্থায়ী দাগ রেখে গিয়েছিলেন লেখক-হৃদয়ে। বন্যার বেশ কয়েক বছর পরে ওই গ্রামে ফের যান বিভূতিভূষণ। পণ্ডিতজীর সম্পত্তির হাতবদল হয়ে গেছে তখন। আত্মসচেতন পণ্ডিতজীর বংশে ইতিবৃত্ত উদ্ধারে ব্রতী হলেন লেখক। কিংবদন্তী, তথ্য, পুরনো পুঁথি ঘেঁটে আবিষ্কার করলেন মিথিলার প্রবাদপুরুষ অযাচী মিশ্র ও তাঁর পুত্র শঙ্কর মিশ্রের নাম। সেই আবিষ্কারই বিভূতিভূষণের মরমী লেখনীতে মৃত্যুঞ্জয় সৃষ্টি—‘অযাচী সন্ধানে’।
Bibhutibhushan Mukhopadhyay
বিভূতিভূষণ মুখোপাধ্যায়-এর জন্ম ২৪ অক্টোবর ১৮৯৪, দ্বারভাঙ্গা জেলার পাণ্ডুল গ্রামে। মৃত্যু দ্বারভাঙ্গায় ৩০ জুলাই ১৯৮৭। আদি নিবাস হুগলি জেলার চাতরা। দ্বারভাঙ্গা রাজ স্কুল থেকে ম্যাট্রিক, রিপন কলেজ থেকে আই এ এবং পাটনা বি এন কলেজ থেকে বি এ। কর্মজীবনে (১৯১৬-৪২) বিভিন্ন স্কুলে শিক্ষকতা, ধনী পরিবারে গৃহ-শিক্ষকতা, দ্বারভাঙ্গা-মহারাজের একান্ত সচিব, রাজপ্রেসের ও ‘ইন্ডিয়ান নেশন’ পত্রিকার ম্যানেজার। ১৩৬৪-তে সুরেশচন্দ্র স্মৃতি পুরস্কার; কলকাতা বিশ্ববিদ্যালয়ের শরৎস্মৃতি পুরস্কার (১৯৫৭), জগত্তারিণী পদক (১৯৭৬), ‘ডি এল রায় রীডারশিপ’ বক্তা (১৯৭৫); ১৯৭২-তে রবীন্দ্র পুরস্কার; বিশ্বভারতীর ‘দেশিকোত্তম’ (১৯৮৭); বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ডি লিট (১৯৮৬)। এ ছাড়া বঙ্গীয় সাহিত্য পরিষৎ ও অন্যান্য প্রতিষ্ঠানের বহু পুরস্কার।
Bibhutibhushan Mukhopadhyay
Publisher : Ananda Publishers
Author : Bibhutibhushan Mukhopadhyay
Language : Bengali
Binding : Hardcover
Pages : 128
ISBN : 9788170661764
বিভূতিভূষণ মুখোপাধ্যায়-এর জন্ম ২৪ অক্টোবর ১৮৯৪, দ্বারভাঙ্গা জেলার পাণ্ডুল গ্রামে। মৃত্যু দ্বারভাঙ্গায় ৩০ জুলাই ১৯৮৭। আদি নিবাস হুগলি জেলার চাতরা। দ্বারভাঙ্গা রাজ স্কুল থেকে ম্যাট্রিক, রিপন কলেজ থেকে আই এ এবং পাটনা বি এন কলেজ থেকে বি এ। কর্মজীবনে (১৯১৬-৪২) বিভিন্ন স্কুলে শিক্ষকতা, ধনী পরিবারে গৃহ-শিক্ষকতা, দ্বারভাঙ্গা-মহারাজের একান্ত সচিব, রাজপ্রেসের ও ‘ইন্ডিয়ান নেশন’ পত্রিকার ম্যানেজার। ১৩৬৪-তে সুরেশচন্দ্র স্মৃতি পুরস্কার; কলকাতা বিশ্ববিদ্যালয়ের শরৎস্মৃতি পুরস্কার (১৯৫৭), জগত্তারিণী পদক (১৯৭৬), ‘ডি এল রায় রীডারশিপ’ বক্তা (১৯৭৫); ১৯৭২-তে রবীন্দ্র পুরস্কার; বিশ্বভারতীর ‘দেশিকোত্তম’ (১৯৮৭); বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ডি লিট (১৯৮৬)। এ ছাড়া বঙ্গীয় সাহিত্য পরিষৎ ও অন্যান্য প্রতিষ্ঠানের বহু পুরস্কার।