Hardcover, Sanjib Chattopadhyay, Anthology, Novels
কয়েকটি উপন্যাস একসঙ্গে থাকা মানে অনেকটা সময়। মনের পরিবর্তন। পারিপার্শ্বিক পরিবর্তন। চরিত্র আর ঘটনা পাল্টাচ্ছে। মেজাজ বদলে যাচ্ছে। এক ধরনের চলমানতা। চরিত্র সৃষ্টি সহজ কাজ নয়। চরিত্র আকাশ থেকে পড়ে না। ভূমি ফুঁড়ে উঠে পাড়ায়। ঘর, বাড়ি, পরিবার, সম্পর্ক সব তৈরি হয় কিছু দিনের জন্য, আবার ভেঙে যায়। দুঃখ, সুখ, মিলন, বিরহ। কত কি? কোনটা সত্য, কোনটা মিথ্যা, কায়া আর ছায়া, সব একাকার। কতটা কল্পনা, কতটা সত্য এই পরিমাপ যখন ভুল হয়ে যায়, তখনই বলা যেতে পারে— হয়েছে, হয়েছে, কিছু একটা হয়েছে। পণ্ডশ্রম নয়। মন দিয়ে মন ছোঁয়া। সব চোখে এক দেখা, সব মনে এক স্পন্দন তাই যদি সহজ হত। ওই যা হল তা হল। নিজেকে বলো আরো ভালো করে জীবন দেখ। তার বাঁধুনি আন। হৃদয়টাকে প্রশস্ত করো। টাকে মেরে ফেলো।
Sanjib Chattopadhyay
১৯৩৬ সালে কলকাতার উপকণ্ঠে জন্ম। বিজ্ঞানের স্নাতক। বিজ্ঞান থেকে পরে কলাবিষয়ে সরে আসেন। শিক্ষকতা করেছেন। রাসায়নিক হিসাবে কিছুকাল কর্মরত ছিলেন একটি বড় রাসায়নিক সংস্থায়। পরবর্তীকালে ক্ষুদ্র ও কুটির শিল্পে র উন্নয়নকল্পে যুক্ত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিল্পোন্নয়ন বিভাগে। রামকৃষ্ণ মিশনের মুখপত্র ‘উদ্বোধনে’ স্বামী শ্ৰদ্ধানন্দের আশ্রয়ে সম্পাদনার হাতেখড়ি। পশ্চিমবঙ্গ সরকারে শিল্প বিভাগে থাকাকালীন শিল্প-সাংবাদিকতার শুরু। শিল্প-মুখপত্রের সম্পাদনা। বেতার ও দূরদর্শনের মাধ্যমে শিল্পপ্রচার। ক্রমে আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর সঙ্গে যুক্ত হবার সৌভাগ্য। প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঞ্চাশ অধিক। সাহিত্যের প্রায় সর্ব বিভাগেই বিচরণ। ১৯৮১ সালে পেয়েছেন আনন্দ পুরস্কার।
Sanjib- Chattopadhyay
Publisher : Deep Prakashan
Author : Sanjib Chattopadhyay
Language : Bengali
Binding : Hardcover
Pages :
ISBN : 9789382040576
১৯৩৬ সালে কলকাতার উপকণ্ঠে জন্ম। বিজ্ঞানের স্নাতক। বিজ্ঞান থেকে পরে কলাবিষয়ে সরে আসেন। শিক্ষকতা করেছেন। রাসায়নিক হিসাবে কিছুকাল কর্মরত ছিলেন একটি বড় রাসায়নিক সংস্থায়। পরবর্তীকালে ক্ষুদ্র ও কুটির শিল্পে র উন্নয়নকল্পে যুক্ত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিল্পোন্নয়ন বিভাগে। রামকৃষ্ণ মিশনের মুখপত্র ‘উদ্বোধনে’ স্বামী শ্ৰদ্ধানন্দের আশ্রয়ে সম্পাদনার হাতেখড়ি। পশ্চিমবঙ্গ সরকারে শিল্প বিভাগে থাকাকালীন শিল্প-সাংবাদিকতার শুরু। শিল্প-মুখপত্রের সম্পাদনা। বেতার ও দূরদর্শনের মাধ্যমে শিল্পপ্রচার। ক্রমে আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর সঙ্গে যুক্ত হবার সৌভাগ্য। প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঞ্চাশ অধিক। সাহিত্যের প্রায় সর্ব বিভাগেই বিচরণ। ১৯৮১ সালে পেয়েছেন আনন্দ পুরস্কার।