Hardcover, Samaresh Majumdar, Contemporary Fiction, Novel, Women's Fiction
এ-উপন্যাসের নাম ‘আমাকে চাই’। এ যেন মোহরের জীবনবোধেরই সারাৎসার, তার দুশ্চর সাধনার বীজমন্ত্র, দুর্দম সংকল্পের উচ্চারণ। কিন্তু এই উচ্চারণ কোথয় পৌঁছে দিল মোহরকে? সেই মোহর— ছোট্টবেলা থেকে যাকে ছেলে সাজিয়ে রাখা হয়েছিল, অভিধান ঘেঁটে বাবা যার নাম ‘মোহর’ রেখেছিলেন এই ভেবে যে, চট করে বোঝা যাবে না মোহর নারী না পুরুষ।অনেকদিন পর্যন্ত ছেলে হয়েই ছিল মোহর। ফুটবল খেলত ভাল, জুডো শিখেছিল কষ্ট করে, ভয়ডরও ছিল না তেমন। তবু একসময় প্রকৃতির নিয়মেই মোহর নিজেকে আবিষ্কার করল অন্য চেহারায়। জীবনে শুধু মেয়েমানুষ হয়ে নয়, সর্বোপরি মানুষ হয়ে বাঁচতে চেয়েছিল মোহর। এ-কাহিনী মোহরের সেই মানুষ পরিচয়ে বেঁচে থাকার চেষ্টার কাহিনী। অন্যরকম, আলাদা স্বাদের কাহিনী।
Samaresh Majumdar
সমরেশ মজুমদার-এর জন্ম ১০ মার্চ ১৯৪৪। শৈশব কেটেছে ডুয়ার্সের চা-বাগানে। জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র। কলকাতায় আসেন ১৯৬০-এ। শিক্ষা : স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় অনার্স, পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম.এ। প্রথমে গ্রুপ থিয়েটার করতেন। তারপর নাটক লিখতে গিয়ে গল্প লেখা । প্রথম গল্প ‘দেশ’ পত্রিকায়, ১৯৬৭ সালে। প্রথম উপন্যাস ‘দৌড়’, ১৯৭৫-এ ‘দেশ’ পত্রিকায়। গ্রন্থ: দৌড়, এই আমি রেণু, উত্তরাধিকার, বন্দী নিবাস, বড় পাপ হে, উজান গঙ্গা, বাসভূমি, লক্ষ্মীর পাঁচালি, উনিশ বিশ, সওয়ার, কালবেলা, কালপুরুষ এবং আরও অনেক। সম্মান: ১৯৮২ সালের আনন্দ পুরস্কার তাঁর যোগ্যতার স্বীকৃতি । এছাড়া ‘দৌড়’ চলচ্চিত্রের কাহিনিকার হিসাবে বি এফ জে এ, দিশা রী এবং চলচ্চিত্র প্রসার সমিতির পুরস্কার। ১৯৮৪ সালে ‘কালবেলা’ উপন্যাসে র জন্য পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার।
Samaresh- Majumdar
Publisher : Ananda Publishers
Author : Samaresh Majumdar
Language : Bengali
Binding : Hardcover
Pages : 158
ISBN : 9788172159795
সমরেশ মজুমদার-এর জন্ম ১০ মার্চ ১৯৪৪। শৈশব কেটেছে ডুয়ার্সের চা-বাগানে। জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র। কলকাতায় আসেন ১৯৬০-এ। শিক্ষা : স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় অনার্স, পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম.এ। প্রথমে গ্রুপ থিয়েটার করতেন। তারপর নাটক লিখতে গিয়ে গল্প লেখা । প্রথম গল্প ‘দেশ’ পত্রিকায়, ১৯৬৭ সালে। প্রথম উপন্যাস ‘দৌড়’, ১৯৭৫-এ ‘দেশ’ পত্রিকায়। গ্রন্থ: দৌড়, এই আমি রেণু, উত্তরাধিকার, বন্দী নিবাস, বড় পাপ হে, উজান গঙ্গা, বাসভূমি, লক্ষ্মীর পাঁচালি, উনিশ বিশ, সওয়ার, কালবেলা, কালপুরুষ এবং আরও অনেক। সম্মান: ১৯৮২ সালের আনন্দ পুরস্কার তাঁর যোগ্যতার স্বীকৃতি । এছাড়া ‘দৌড়’ চলচ্চিত্রের কাহিনিকার হিসাবে বি এফ জে এ, দিশা রী এবং চলচ্চিত্র প্রসার সমিতির পুরস্কার। ১৯৮৪ সালে ‘কালবেলা’ উপন্যাসে র জন্য পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার।