রবীন্দ্রনাথের আইনজীবী এবং আত্মীয় খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের অগ্রন্থিত রচনা 'রবীন্দ্রায়ণ " এই প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হল।
আত্মীয় হওয়ার সুবাদে কবির অন্তরঙ্গ সান্নিধ্য পেয়েছিলেন খগেন্দ্রনাথ । নানা সূত্রে সংগ্রহ করেছিলেন ঠাকুরপরিবারের সামাজিক ইতিহাস রচনার বিপুল উপাদান। এই দুইয়ের মিশেলই 'রবীন্দ্রায়ণ'-এর বিষয়বস্তু।