Paperback, Bipul Das, Contemporary Fiction, Novel
“...ঘুম ভেঙে যাওয়ার পর কয়েক সেকেন্ড সময় লাগল বেবির কোথায় আছে সেটা বুঝে উঠতে। অন্ধকার ঘর যেন দিকচিহ্নহীন রাতের সমুদ্র। সেকেন্ডের ভগ্নাংশে বেবির মনে হল খাটটা দুলছে। নোনা হাওয়ায় তার গায়ের চাদর সরে যাচ্ছে, নাইটি উঠে অনাবৃত হয়ে যাচ্ছে পা'দুটো। আপনা হতে হাত উঠে আসছিল শরীর ঢাকার জন্য। তখনই হয়তো মস্তিষ্ক পুরোপুরি জেগে উঠল। দিক বুঝতে পারল। মাথার দিককার জানালা, তার রুমমেট তমালিকার খাট, তার টেবিল... এ সবের অবস্থান আস্তে আস্তে মনে পড়ছিল। দক্ষিণের দেয়াল ঘেঁষে তমালিকার বিছানা। ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে বেবি। কাল রাতেও তমালিকা বিয়ার খেয়েছে। আজ কটায় উঠবে কে জানে।
এভাবেই শুরু হয়েছে মীনপুরাণ উপন্যাস। লোভের দুনিয়ার সঙ্গে এক ফকিরের অসহায় সংঘর্ষ, মাছের ভেড়ি নিয়ে রাজনীতির আবর্তে পড়ে যাওয়া বেবির দাঁত চেপে লড়াইয়ের কথা মীনপুরাণ। মাইক্রোস্কোপের নীচে স্লাইড রেখে খুদে খুদে শত্রুদের খুঁজে বেড়ায় বেবি। তার শরীরে কেমিক্যাল রি-এজেন্টের গন্ধ লেগে থাকে। একদিন তার ল্যাবে যাওয়ার পথে বাইপাসের নির্জনে বাস ব্রেক-ডাউন হলে বেবির কী যেন মনে হল। সবাই অন্য বাসে উঠে চলে গেলেও সে দাঁড়িয়ে রইল। অনেক দূরের ভেড়ির জলে সূর্যের আলো প্রতিফলিত হয়ে ফিরে আসছে, নারকেল সুপারিগাছের অস্পষ্ট ইশারা, বাঁ দিকে একটা পায়ে চলা পথ। সেই পথ ধরে সে পৌঁছে গিয়েছিল এক ফকিরের থানে। কলকাতা শহরের খুব কাছেই এই নির্জনতা, পাখির টি টি ডাক, ভেড়ির আঁশটে গন্ধ, তার সঙ্গে ঘন সবুজের বুনো গন্ধ... সব দৃশ্য, বর্ণ, গন্ধ মিলেমিশে চোলাই হয়ে নিঃশ্বাসের সঙ্গে বেবির ফুসফুসে ঢুকে পড়ছিল। এক রকম নেশা হচ্ছিল তার। সে যেন অন্য এক পৃথিবীর ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল।
ফকিরের থানে পৌঁছে সে দেখেছিল আলো আর কালোর লড়াই। রাজনীতি, ভেড়ি আর অঞ্চল দখলের লড়াইয়ের একেবারে ভেতরে ঢুকে পড়েছিল সে। দেখেছিল এক অসহায় ফকিরকে। ক্ষমতাবান মানুষ যাঁকে মহামানব হিসেবে তৈরি করে আশ্রম বানিয়ে দেয়। আড়ালে থাকে তার নিজের স্বার্থ। মাছের ভেড়ি নিয়ে রাজনীতির আবর্তে ক্রমে জড়িয়ে যায় বেবি।
এই সময়ের রাজনীতি, এক অসহায় ফকিরের আত্মবিলাপ আর প্রথম অবতার মৎস্য নিয়ে উপন্যাস ‘মীনপুরাণ’।
Bipul Das
Author : Bipul Das
Publisher : Khoai Publishing House
Language : Bengali
Binding : Paperback
Publishing Year : 2022