সম্পাদনা : দিলীপকুমার মিত্র
নাটক কেবলই দৃশ্যকাব্য নয়। কিছু নাটক শোনবারও দাবি রাখে— এই দৃশ্যকাব্য এবং শ্রব্যকাব্যের সমন্বয় শ্রুতিনাটক। জটিলতাহীন উপস্থাপনার কারণে শ্রুতিনাটকের যে বিপুল গ্রহণযোগ্যতা ও চাহিদা, তা অন্তত কিছু পরিমাণে পূরণের প্রয়াসেই বিবিধ ঘরানার শ্রুতিনাটক সমন্বয়ে নতুন ভাবে নতুন সাজে প্রকাশিত হল দিলীপকুমার মিত্রের শ্রুতিনাটকের কথা'-গ্রন্থটির প্রতিভাস সংস্করণ।
Prativash Authors
Prativash Authors