সংকলন ও সম্পাদনা : রাজীব সিংহ
বাঙালি পাঠকের দরবারে বিট জেনারেশন-এর প্রধানতম কবি আরউইন অ্যালেন গিন্সবার্গ (জুন ৩, ১৯২৬ – এপ্রিল ৫, ১৯৯৭)-এর প্রয়োজন যে এখনও রয়েছে, সেই বোধ থেকেই এই সংকলন। গিন্সবার্গ লেখালিখির জন্য পৃথিবীর নানা প্রান্তে ঘুরে বেড়িয়েছেন। ভারতের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়ানোর সময় ভারতীয় ধর্ম, আধ্যাত্মবাদ ও বৌদ্ধধর্মের প্রতি অ্যালেন গভীরভাবে আকৃষ্ট হন। ভারতে থাকাকালীন গিন্সবার্গ সবচেয়ে বেশিদিন ছিলেন কলকাতায় এবং এখানকার কবি ও লেখকদের ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন। ‘কৃত্তি বাস’ গোষ্ঠীর সুনীল, শক্তি, সন্দীপন ছাড়াও তাঁর সঙ্গে হাংরি জেনারেশন-এর কবি সমীর ও মলয় রায়চৌধুরীর হৃদ্যতা গড়ে ওঠে 1 ১৯৭১ সালে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়, গিন্সবার্গ কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তের বাংলাদেশি শরণার্থী শিবিরগুলোতে ঘুরে বেড়ান। সেই অভিজ্ঞতা নিয়ে তিনি ‘সেপ্টেম্বর অন যশোর রোড' নামে একটি দীর্ঘকবিতা লেখেন। বন্ধু বব ডিলান ও অন্যদের সহায়তায় এই কবিতাটির গীতিরূপ কনসার্টে গেয়ে তাঁরা বাংলাদেশি শরণার্থীদের জন্য অর্থ সংগ এহ করেছিলেন। এই সংকলনে অ্যালেনের ব্যক্তিজীবন, কলকাতার লেখককবিদের সঙ্গে ঘনিষ্ঠতা ও তাঁর লেখালিখি বিশ্লেষণ করেছেন তাঁর সমসাময়িক ও পরবর্তী প্রজন্মের বিশিষ্ট বাঙালি লেখককবিরা। অ্যালেন গিন্সবার্গের বেশ কিছু কবিতা ছাড়াও তাঁর বিখ্যাত কবিতা ‘হাউল’, ‘আমেরিকা’, ‘ক্যাডিশ’, ‘সেপ্টেম্বর অন যশোর রোড'-এর বঙ্গানুবাদ এই সংকলনের উল্লেখযোগ্য সংযোজন।
Prativash Authors
Prativash Authors