লেখক : মাসরুর আরেফিন
নদীকেন্দ্রিক বাংলাদেশে গুরুত্বপূর্ণ নাম আড়িয়াল খাঁ। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিহত হওয়ার সমকালে বরিশালের হিন্দু অধ্যুষিত ভাটিখানার ছেলে কিশোর জাহেদ বাবার সঙ্গে যাচ্ছে আড়িয়াল খাঁ। মালেক হুজুর ইরানী বই পড়ে নিজের বিশ্বাস-প্রসূত ধ্যানধারণা থেকে জাহেদকে বুঝিয়েছেন ধনী হতে ও গুপ্তধন আয়ত্তের উপায়। এই পরামর্শ বাস্তবিক দৃষ্টিকোণ থেকে ভ্রান্ত, হাস্যকর হলেও তেরো বছরের জাহেদের কাছে তা সত্যি। নৌকায় ওঠার আগে ফোরকাউদ্দিনের কপালে কাটা দাগ জাহেদ কেন খোঁজে? উপন্যাসের ভাবগাম্ভীর্যতার সঙ্গে গ্রামবাংলার প্রাণ-প্রকৃতির অপরূপ মায়া–এই পরস্পর বৈপরীত্য বৈশিষ্ট্য একে অনন্য করে তোলে। এছাড়াও সমগ্র উপন্যাস জুড়ে অজস্র চরিত্র বিচরণের পাশাপাশি, আঞ্চলিক ভাষার ব্যবহার, অবাধ যৌনতা, সমকামিতা, বিকৃত যৌনতা এবং গ্রাম্য রাজনীতির নৃশংতার মতো দৈনন্দিন হিংসার ঘটনা দৃশ্যপটে তুমুল আলোড়ন তোলে। সে আলোড়নের মধ্যে পড়ে জাহেদের সঙ্গে সঙ্গে পাঠক কখনও শুনতে পায় শোকেসের পুতুলদের সাবধানবাণী, আবার কখনও মালেকের কঠোর নির্দেশ। জাহেদ কি শিখে নিতে পারল নদীর নিজস্ব ভাষা? মাসরুর আরেফিনের কলমে পূর্ণাঙ্গ উপন্যাস ‘আড়িয়াল খাঁ’।
Prativash Authors
Prativash Authors