Hardcover, Sukanta Gangopadhyay, Contemporary Fiction, Romance, Novel
চারজন কলেজ পড়ুয়া যুবতী একসাথে ভ্রমণ করতে যাচ্ছে কোনো অভিভাবক ছাড়া প্রথম বার ডুয়ার্সের সুনতালেখোলা তে। চার বান্ধবীর মধ্যে একজনের বাবা তাদের ওপর নজরদারির ভার দিয়েছেন শাক্যকে, কিন্তু কাজটি শাক্য কে করতে হবে সম্পূর্ণ গোপনে। এত গোপনীয়তা কেন সেটা একটা বড় প্রশ্ন ! চার বান্ধবী নিছক ঘুরতে গেছে নাকি তাদের ছিল অন্য কোনো অভিসন্ধি তা উপন্যাস শেষ না হওয়া অব্দি অনুমান করা যায় না। এদিকে কলকাতায় শাক্যর বাল্যবন্ধু রূপার সাথে শাক্যর সম্পর্কের সমীকরণ এসে পৌঁছায় এক অদ্ভুত মোড়ে। শৈশবের বন্ধুত্ব কি আদৌও রূপ নেবে প্রেমের? প্রেম তো সবার জন্য আলাদা আলাদা অনুভুতি, অনেক সময় ভালোবাসা থাকে কিন্তু সমর্পণ থাকে না তাই ভালোবাসা প্রেমের রূপ নেয় না। শাক্য-রূপার ক্ষেত্রে কী হবে? উপন্যাসের সর্বত্র জুড়ে আছে সুনতালেখোলার প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা, পাথরের ওপর বয়ে চলা ছোট্ট নদী, জলের আওয়াজ কানে আসবে পাঠকেরও যখন শাক্য লোহার তারে বাঁধা পায়ে হাঁটা ব্রিজ দিয়ে নদী পেরোবে ।
Sukanta Gangopadhyay
সুকান্ত গঙ্গোপাধ্যায়ের জন্ম ২১ জানুয়ারি ১৯৬১, হুগলির উত্তরপাড়ায়। পিতৃপুরুষ বিহারে প্রবাসী। মাতৃবংশ বাংলাদেশের দিনাজপুরে। স্কুল-কলেজের পাঠ উত্তরপাড়ায়। ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন। একটি ফটোপ্রিন্টিং সংস্থার কারিগরি বিভাগের প্রধান। ছাত্রজীবনে লেখালিখির শুরু। দেশ পত্রিকায় প্রথম গল্প প্রকাশিত হওয়ার পর বৃহত্তর পাঠক মহলে সমাদর লাভ।শ্রেষ্ঠ উপন্যাস রচনার জন্য ১৯৯৯ ও ২০০২ আনন্দ-স্নোসেম শারদ অর্ঘ্য, শ্রেষ্ঠ উপন্যাস ও শ্রেষ্ঠ ছোটগল্প রচনার জন্য ২০০৩ সালে আনন্দ-ন্যাশানল ইনসিয়োরেন্স শারদ অর্ঘ্য এবং শ্রেষ্ঠ ছোটগল্প রচনার জন্য ২০০৬ সালে ডেটল-আনন্দবাজার শারদ অর্ঘ্য পেয়েছেন। এ ছাড়া ১৯৯৭-এ পেয়েছেন গল্পমেলা পুরস্কার, ২০০১-এ সাহিত্যসেতু পুরস্কার, ২০০৫-এ বাংলা আকাদেমি থেকে সুতপা রায়চৌধুরী স্মারক পুরস্কার, ২০০৭-এ শৈলজানন্দ জন্মশতবর্ষ স্মারক পুরস্কার, ২০১৩-এ তারাদাস বন্দ্যোপাধ্যায় সাহিত্য সম্মান, ২০১৪ সালে গজেন্দ্রকুমার মিত্র ও সুমথনাথ ঘোষ স্মৃতি পুরস্কার।
Sukanta Gnagopadhyay
Publisher : Ananda Publishers
Author : Sukanta Gangopadhyay
Language : Bengali
Binding : Hardcover
Pages :
ISBN : 9789350402825
সুকান্ত গঙ্গোপাধ্যায়ের জন্ম ২১ জানুয়ারি ১৯৬১, হুগলির উত্তরপাড়ায়। পিতৃপুরুষ বিহারে প্রবাসী। মাতৃবংশ বাংলাদেশের দিনাজপুরে। স্কুল-কলেজের পাঠ উত্তরপাড়ায়। ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন। একটি ফটোপ্রিন্টিং সংস্থার কারিগরি বিভাগের প্রধান। ছাত্রজীবনে লেখালিখির শুরু। দেশ পত্রিকায় প্রথম গল্প প্রকাশিত হওয়ার পর বৃহত্তর পাঠক মহলে সমাদর লাভ।শ্রেষ্ঠ উপন্যাস রচনার জন্য ১৯৯৯ ও ২০০২ আনন্দ-স্নোসেম শারদ অর্ঘ্য, শ্রেষ্ঠ উপন্যাস ও শ্রেষ্ঠ ছোটগল্প রচনার জন্য ২০০৩ সালে আনন্দ-ন্যাশানল ইনসিয়োরেন্স শারদ অর্ঘ্য এবং শ্রেষ্ঠ ছোটগল্প রচনার জন্য ২০০৬ সালে ডেটল-আনন্দবাজার শারদ অর্ঘ্য পেয়েছেন। এ ছাড়া ১৯৯৭-এ পেয়েছেন গল্পমেলা পুরস্কার, ২০০১-এ সাহিত্যসেতু পুরস্কার, ২০০৫-এ বাংলা আকাদেমি থেকে সুতপা রায়চৌধুরী স্মারক পুরস্কার, ২০০৭-এ শৈলজানন্দ জন্মশতবর্ষ স্মারক পুরস্কার, ২০১৩-এ তারাদাস বন্দ্যোপাধ্যায় সাহিত্য সম্মান, ২০১৪ সালে গজেন্দ্রকুমার মিত্র ও সুমথনাথ ঘোষ স্মৃতি পুরস্কার।