Hardcover, Sayantan Thakur, A Collection of Poems
কবিতা নিয়ে সংশয় আমার চিরকালের। আমি জানি, যা লিখি, তা বিশুদ্ধ কবিতা হয় না। আবার এই যে কাকে কবিতা বলব, কাকে গল্প, কাকেই বা উপন্যাস--তা যেন এক নিরন্তর প্রশ্নমালা, যে প্রশ্নের উত্তর এক-কথায় দেওয়া অসম্ভব। তাই ইদানিং আমি গল্পের অন্তরে অল্প কবিতা মিশিয়ে দিই, বা তার বিপরীত, শেষে বস্তুটি কেমন হয় তা আপনারা, মানে, যাঁরা এখনও আমার লেখা পড়েন তাঁরাই জানেন!
তবুও এমনই মেঘ-আকুল শ্রাবণ দ্বিপ্রহরে কেউ একজন অনুযোগ করে বলেছিলেন, তুমি কবিতা আর লেখো না কেন? আর লিখবে না কখনও?
আমি বালকের মতন অপরাধী হাসির আড়ালে সেই প্রশ্নের উত্তর লুকিয়ে রেখে ম্লান চোখে তাকিয়ে ছিলাম শুধু! এখনও শুধুই ওই প্রশ্নের দিকে চেয়ে থাকি।
তারপর একদিন ‘কবিতা’-র মতন দেখতে কিছু পঙক্তি জড়ো হয়, খুব সাহসে ভর করে একজন নবীন প্রকাশক তাদের নিয়ে বই করার আগ্রহ দেখান, আমি বলি, কী হবে, এই বই তো কেউই কিনবেন না!
তিনি তবুও হাল ছেড়ে দেন না, অগত্যা অনুমতি দিতেই হয়।
পেছনে থাকেন একজন, এই বইয়ের পরিকল্পনা তাঁরই, তিনি অনুষ্টুপ, ছন্দ যাঁর নামে তিনি তো কবিতা পক্ষেরই মানুষ হবেন, এতে আশ্চর্যের কিছুই নাই! শুধু বলি, এই বই খারাপ হলে দায় এই অপরিণামদর্শী লেখকের, আর ভালো হলে দায়ভার অনুষ্টুপের, আর কিছু বলার নাই!
হ্যাঁ, সেই তাঁর কথা বলা হল না, তাঁর সঙ্গে আমার দেখা হয় না অনেকদিন, এই মেঘ-বাতাসি দিনে তিনি বোধহয় ভুলেই গেছেন আমায়! তাঁর কথা আমি অক্ষম শব্দে লিখে রাখলাম, লিখে রাখলাম, বাতাসে ফুলের গন্ধে!
বাতাসে ফুলের গন্ধ!
এক ক্ষীণকায়া কবিতা-পুস্তিকা।
Sayantan Thakur
Language: Bengali
Binding: Hardcover
ISBN: 9789389919943
Pages: 36
Genre: Poetry
Publishers: Akshar Sanglap Prakashan