Kolkata Bookfair 2024
১) ভন্মতিলক, চিতাশয্যায় শায়িত অকালে আত্মহননকারী ত্রিপুরাধিপতি অমরমানিক্য এবং তার সহধর্মিনী। একদিকে সাম্রাজল ছারখার করে চলেছে আরাকানরাজ মেং ফালুত্তের মা দान অপরদিকে এক স্বজাতীয় বিশ্বাসঘাতক নিজের মাতৃভূমির বুক থেকে ঘটিয়ে চলেছে অনর্গল রক্তক্ষরণ! বারো ভূঁইয়ার অন্যতম ইশা খাঁ কি পারবেন বিশ্বাসঘাতককে শাস্তি দিয়ে অমরমানিক্যের চিতার সামনে করা নিজের প্রতিজ্ঞা রক্ষা করতে।
২) বীরদর্পণ, অগণিত মুঘল সৈন্যের সামনে চৌরাগড় কোন্নার শেষ প্রতিরোধ ধূলিসাৎ হয়ে নারীদের মুঘল হারেমে প্রেরিত হওয়া অনিবার্য, তবু চৌরাগড় যে দুর্ভেদ্য, একে জয় করা দীর্ঘ সময়সাপেক্ষ। অধৈর্য হয়ে ওঠেন সম্রাট আকবর। হঠাৎ এক বিশ্বাসহন্তা রাতের অন্ধকারে লুকিয়ে পা রাখে মুঘল শিবিরে। মুঘল বাহিনীর মোকাবিলায় কী দৃষ্টান্ত স্থাপন করবেন বিস্তৃত গোল্ড যুবরাজ বীর নার
৩) পত্রপাশ, ফিরোজাবাদ কেল্লায় রাতের অন্ধকারে উন্মানপ্রায় হয়ে ছুটে বেড়ান বাহমনী সুলতান শামসুদ্দিন মুহম্মদ শাহ। ঠিক এক বছর আগে ভরা দরবারে মাত্র একটি চিঠির ভিত্তিে অবিশ্বাসের বিষবৃক্ষ রোপন করা হয়েছিল তার অন্তরে, তিনি করে ফেলেছিলেন এক ঘৃণ্য অপ রাখ যার অনুতাপবহি আজও তিলে তিলে দগ্ধ করছে তাকে। কারা ছিল এর নেপথ্যে? ৪) মুদ্রারাক্ষস, কৃষান সম্রাট ঘুবিন কোনো এক অজ্ঞাত উদ্দেশ্যে ঘোষণা করেন তার সাম্রাজে প্রচলিত কার্যাপণ অর্থাৎ তাম্রমুদ্রার ওজন হ্রাসের সিদ্ধান্ত। কিন্তু এই সিদ্ধান্তের ফলশ্রুতি হল ভাঙ্কের। মথুরার বুকে জেগে উঠল এক নৃশংস সুদতীচক্র যার নেপথ্যে রয়েছে সুশীল মুখোশের অন্তরালে থাকা এক সূত্রসঞ্চালক। কী উপায়ে, কোন প্রেমিকযুগলের আত্মত্যাগে মুক্ত হবে। আর্যাবর্তের ভবিষ্যৎ?
৫) লুপ্ত বীথির বাঁকে, যুদ্ধবিধ্বস্ত আসাম থেকে সন্ধির শর্তস্বরূপ দুই নাবালিকা অহোম রাজকন্যাকে ছিনিয়ে নিয়ে ঢাকা ফেরার পথেই মৃত্যু ঘাটে দুর্ধর্ষ মুঘল সেনাপতি মীর জুমলার। কিন্তু তারপর? কোথায় গেল সেই দুই রাজকন্যা কীভাবে তাদের নাম ও পিতৃপরিচায় মুছে গেল ইতিহাসে। পিতৃগৃহে তাদের ফেরার পথে অন্তরায় হয়ে দাঁড়াল কোন ব্যক্তি যাকে মনপ্রাণ দিয়ে। বিশ্বাস করেছিল তারা ।
বিশ্বাস’! মাত্র একটি শব্দের কী অপরিসীম ক্ষমতা ইতিহাসের কালচক্রকে আবর্তিত করার! যুগে যুগে এই শব্দ ব্যবহৃত হয়েছে তার অসীম মোহজালে মহাকালের নাট্যমঞ্চের কুশীলবদের প্রভাবিত করতে। আর সেই বিশ্বাস যখন হয়েছে ভগ্ন, তখন ইতিহাসের পাতায় ঘটেছে পট-পরিবর্তন। যে চরিত্ররা হয়ত হয়ে উঠতে পারতো কালজয়ী, বিবর্ণ ধূলিধূসর পাতার ভাঁজে হারিয়ে গেছে তারাই।
Saswata Ghosh