Romance , Stories
মুকুট এক মফস্সলে বড়ো হয়ে ওঠা তরুণ আর মৌলির বাড়ি কালিম্পংয়ে। মুকুট ভালোবাসে কবিতা লিখতে আর মৌলির ভালোবাসা কবিতাপাঠ। একদিন ফেসবুকে মুকুটের লেখা একটি কবিতা পড়ে দুজনের পরিচয়। সেই পরিচয় বাড়তে বাড়তে গভীর প্রেম। কিন্তু সেই প্রেম শুধুই ছায়াপথে। মৌলি কোনও রহস্যজনক কারণে কিছুতেই নিজের কোনও ফোটো সোশ্যাল মিডিয়ায় কখনও দেয় না। মুকুটও তাই জানতে পারে না মৌলি কেমন দেখতে। মুকুটের এলাকার একটি জলাভূমি বোজানোকে কেন্দ্র করে গড়ে ওঠে এক সামাজিক আন্দোলন। মুকুট ও তার বন্ধুরা সেই আন্দোলনে জড়িয়ে পড়ে। একদিকে প্রেম, অন্যদিকে আন্দোলনে জড়িয়ে পড়া মুকুটের দিদি তার থেকে বয়সে অনেক ছোটো একটি ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। সেই অসম সম্পর্কের পরিণতি-ই কী হবে? মুকুট আর মৌলির কি দেখা হবে শেষ পর্যন্ত? সেই আন্দোলনেরই বা কী হবে। শেষে? মিলন না বিয়োগ কী অপেক্ষা করে রয়েছে শেষে? এই নিয়েই টানটান এক মর্মস্পর্শী উপন্যাস
Binod Ghoshal